This Article is From Sep 23, 2018

ইসলামপুরে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে শাসক দলের বিধায়ক, পৌঁছেছেন মুকুল

ইসলামপুরে গিয়ে  স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক গোলাম রাবানি। দুই ছাত্র মৃত্যুর তিন দিন বাদে রবিবার ঘটনাস্থলে যান তিনি।

ইসলামপুরে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে শাসক দলের বিধায়ক,  পৌঁছেছেন মুকুল

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন মুকুল

হাইলাইটস

  • ছাত্র মৃত্যুর তিন দিন বাদে রবিবার ঘটনাস্থলে যান বিধায়ক
  • নিহত ছাত্রদের পরিবারের সদস্য এবং স্থানীয়দের রোষের মুখ পড়েন তিনি
  • আজ পথে নামছে সিপিএম। আগেই বনধ ডেকেছে বিজেপি
কলকাতা:

ইসলামপুরে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক গোলাম রাবানি। দুই ছাত্র মৃত্যুর তিন দিন বাদে রবিবার ঘটনাস্থলে যান তিনি। আর তখনই নিহত ছাত্রদের পরিবারের সদস্য এবং স্থানীয়দের রোষের মুখ পড়েন তিনি। এদিকে এদিনই ইসলামপুরে যান বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে পদত্যাগ দাবি করেন তিনি। ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর পর থেকেই চড়তে শুরুর করেছে রাজনীতির পারদ। বিজেপি থেকে শুরু করে সিপিএম বা কংগ্রেস বার বার আক্রমণ করছে তৃণমূলকে। আজ পথে নামছে সিপিএম। আগেই বনধ ডেকেছে বিজেপি।

 

আরও পড়ুন: ইসলামপুর সংঘর্ষের প্রতিবাদ: বুধবার 12 ঘন্টা বাংলা বনধের ডাক বিজেপি-র

 

অন্যদিকে, এই ঘটনার জন্য বিজেপি এবং আরএসএসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন বাংলায় কোনও বনধ হচ্ছে না। তিনি জানান, ইসলামপুরে ছাত্র মৃত্যুর দায় নিতে হবে বিজেপি এবং আরএসএসকেই। অশান্তি সৃষ্টি করতেই এমন কাণ্ড ঘটিয়েছে বিজেপি এবং আরএসএস। সরাসরি বিজেপিকে নিশানা করে তিনি বলেন ওরা ভাবছে বাংলা আর উত্তরপ্রদেশ এক। কিন্তু, সেটা ঠিক নয়।              

ছাত্র মৃত্যুর প্রতিবাদে বুধবার রাজ্যে 12 ঘণ্টার বনধ ডেকেছে  বিজেপি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোনও বনধ হবে না। এদিকে বনধের দিনও যাতে রাজ্য সচল থাতে তা নিশ্চিত করতে বৈঠকে বসেছে তৃণমূল।     

আরও পড়ুন: বিজেপি-র ডাকা ধর্মঘটে রাজ্যকে সচল রাখতে আজ বৈঠকে তৃণমূল

      

.