বৈঠকের নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি (Sonia Gandhi)।
নয়াদিল্লি: আগামী শুক্রবার দুপুরে বিরোধী দলগুলিকে এক ভিডিও বৈঠকের (video Conference) আহ্বান জানিয়েছে কংগ্রেস (Congress)। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। বৈঠকে করোমা অতিমারী, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, কোনও কোনও রাজ্যে শ্রমিক আইনের অবলুপ্তি ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার দুপুর তিনটে থেকে ওই বৈঠক হওয়ার কথা। সরকার ঘোষিত অর্থনৈতিক প্যাকেজ ও অন্যান্য পদক্ষেপ নিয়েও সম্ভবত আলোচনা হবে ওইদিনের বৈঠকে। বৈঠকের নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি (Sonia Gandhi)। মোট ১৮টি দলকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
ইতিমধ্যেই এমকে স্তালিনের ডিএমকে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমি যোগ দেব বৈঠকে। এটা ভাল ব্যাপার। আমরা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করব।'' মনে করা হচ্ছে এনসিপি সভাপতি শরদ পাওয়ারও বৈঠকে যোগ দেবেন।
মার্চ মাসে লকডাউনের আগেই সংসদ মুলতুবি করে দেওয়া হয়। তারপর থেকেই কোনও সরকারি ইস্যু নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ভিডিও বৈঠকে আলোচনা হচ্ছে। কিন্তু সংসদের স্থায়ী কমিটিকে কোনও বৈঠকের অনুমতি দেওয়া হয়নি।
NDTV-র কাছে এক বিরোধী নেতা দাবি করেন, নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি বিরোধীদের ‘অচল' করে রেখেছেন। তিনি বলেন , ‘‘সরকার এগুলি রদ করেছিল (বৈঠক)।''
শশী থারুর, আনন্দ শর্মার মতো কয়েক জন কংগ্রেস নেতা আর্জি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দরা যেভাবে বৈঠক করেন সেভাবে তাঁদেরও ভিডিও বৈঠক করতে দেওয়া হোক ক্যামেরার সাহায্যে।
গত মার্চে দেশব্যাপী লকডাউন ঘোষণার সময় বিরোধী দলগুলি একমত হয়েছিল যে, এমন পরিস্থিতিতে সরকারের ভাইরাসকে নিয়ন্ত্রণ করার প্রয়াসকে সমর্থন করা উচিত।