এদিকে রেডিওর মাসিক মন কি বাত অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা লকডাউন মানছেন না তাঁরা নিজেদের জীবন নিয়ে খেলছেন। তিন সপ্তাহের সম্পূর্ণ লকডাউন রয়েছে দেশে। (ফাইল)
হাইলাইটস
- মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ট্রাকে শ্রমিক পাঠাতে গিয়ে আটক দুই
- অভিজুক্ত দুই জন সম্পর্কে ভাই, এঁদের ট্রাকের ব্যবসা আছে
- ওই শ্রমিকদের থাকা ও খাওয়ার দায়িত্ব নিয়েছে পুরসভা
মুম্বই: লকডাউন (Nationwide Lockdown) ভেঙে ৬৪ জনকে শ্রমিক উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পৌঁছতে গিয়ে মুম্বইয়ে (Mumbai) আটক দুই। জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত সম্পর্কে ভাই। এঁদের ট্রাক সার্ভিস সংস্থা আছে। সেই ট্রাকে করে ৬৪ জনকে শ্রমিককে (Migrant Workers) অবৈধ ভাবে উত্তরপ্রদেশে পাচার করছিলেন তাঁরা। সন্দেহ হওয়াতে পওয়াই এলাকায় সেই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৬৪ জনকে। পরে ওই দুই ভাইকে আটক করে মুম্বইয়ের সাকিনাকা থানা। বাজেয়াপ্ত করা হয় সেই ট্রাক। জানা গিয়েছে, ধৃতরা হলেন সেই ট্রাকের চালক আমজাদ আলি রজ্জাক ও তাঁর ভাই মহম্মদ শাহ। এই মহম্মদের নামেই কেনা সেই ট্রাক। ওই দুজনকে ২ হাজার ৫০০ টাকা জনপ্রতি জরিমানাও করা হয়েছে।
ভারতবর্ষে ১০০০ ছুঁতে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ২৫: ১০ টি তথ্য
এক্স জোনের ডিসিপি অঙ্কিত গোয়েল বলেছেন, পুরসভা ওই ৬৪ জন শ্রমিকের তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা নিয়েছে। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ ও ১৮৮ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। জীবন সংশয় হতে পারে এমন রোগ সম্বন্ধে জেনেও অবজ্ঞা করা এবং সরকারি আইন অমান্যের মতো ধারাগুলো আছে।
এদিকে রেডিওর মাসিক মন কি বাত অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা লকডাউন মানছেন না তাঁরা নিজেদের জীবন নিয়ে খেলছেন। তিন সপ্তাহের সম্পূর্ণ লকডাউন রয়েছে দেশে। লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হাজার ছাড়িয়েছে। নতুন করে সামনে এসেছে ৬১টি ঘটনা। এই পরিস্থিতিতে লকডাউন মেনে চলার প্রয়োজনীয়তার কথা সকলকে মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘লোকেরা হয়তো ভাবছেন আমি কেমন ধরনের প্রধানমন্ত্রী... কিন্তু লকডাউন আমাদের সামনে থাকা একমাত্র সমাধান। অনেকেই লকডাউন লঙ্ঘন করছেন। এটা দুঃখজনক। সারা বিশ্বেই এমন ভুল করে চলেছেন বহু মানুষ।''
লকডাউনের মধ্যে দিল্লি থেকে মধ্যপ্রদেশ পায়ে হেঁটে পৌঁছতে গিয়ে মৃত্যু যুবকের
তিনি আরও বলেন, ‘‘যাঁরা লকডাউন লঙ্ঘন করছেন তাঁরা নিজেদের জীবন নিয়ে খেলছেন।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)