India Lockdown: লকডাউন বাড়ানো হলে বাড়বে স্কুল-কলেজ বন্ধ থাকার মেয়াদও।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আরও একবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় লকডাউনের (Lockdown) সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন। এর অর্থ স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ থাকার মেয়াদও বেড়ে যাবে। বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশেও বিলম্ব হবে। প্রসঙ্গত, ২১ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল। ওড়িশা সরকার এর মধ্যেই জানিয়ে দিয়েছে, তারা লকডাউন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করছে। পাশাপাশি তারা আরও জানিয়েছে, ১৭ জুন পর্যন্ত সেখানে সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।
এদিকে কর্নাটকও জানিয়ে দিয়েছে, সেখানে ৩১ মে পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।
লকডাউনের সময়সীমা বাড়ালে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বিলম্ব হয়ে যাবে। যদিও বহু স্কুল অনলাইনে ক্লাস করানো শুরু করেছে। কিন্তু গ্রামের দিকে ইন্টারনেটের অলভ্যতার কারণে সমস্যা দেখা গিয়েছে।
বোর্ড পরীক্ষার্থীদেরও অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য। তবে সিবিএসই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা দশম শ্রেণির বাকি পরীক্ষা আর নেবে না। তবে দ্বাদশ শ্রেণির অবশিষ্ট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার কারণে যেসব শিক্ষার্থীরা দশম এবং দ্বাদশ সিবিএসই বোর্ড পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্যও আবার পরীক্ষার আয়োজন করা হবে।
লকডাউনের কারণে সব বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষাও বাধাপ্রাপ্ত হয়েছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও ইউজিসির নির্দেশনা অনুসরণে সমস্ত বিশ্ববিদ্যালয় পঠনপাঠন স্থগিত করেছে। স্থগিত করা হয়েছে বার্ষিক ও অন্যান্য পরীক্ষাও। সেই সঙ্গে সমস্ত প্রবেশিকা পরীক্ষাও স্থগিত রয়েছে।
শিক্ষার্থীরা লকডাউন পিরিয়ডে যাতে পড়াশোনা এবং পরীক্ষার বিষয়ে চাপে না পড়ে সেজন্য ইমেল, ফোন এবং মেসেজিং পরিষেবাগুলির মাধ্যমে তাদের সমস্যাগুলি শনাক্ত করার চেষ্টা করার জন্য বিভিন্ন অ্যাকাডেমিক বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি হেল্পলাইন শুরু করেছে।