This Article is From Mar 30, 2020

"দিল্লি ও ইউপি সরকারের জন্য ব্যর্থ লকডাউনের উদ্দেশ্য", বিহারের সেচমন্ত্রীর অভিযোগ

উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারের অবিবেচকের মতো কাজে ব্যর্থ লকডাউন। সোমবার ঘুরিয়ে এই অভিযোগ তুললেন বিহারের মন্ত্রী সঞ্জয় ঝা।

সঞ্জয় ঝা দাবি করেছেন, সেই শ্রমিকরা কোয়ারান্টাইন থাকতে চাইছে না। অনেকে আত্মহত্যার হুমকিও দিয়েছে।

হাইলাইটস

  • বিহার সীমান্তে আটকে থাকা শ্রমিকরা কোয়ারান্টাইন থাকতে চাইছেন না
  • এই পরিস্থিতির জন্য বিহারের এক মন্ত্রী কাঠগড়ায় তোলেন ইউপি ও দিল্লিকে
  • এতে ব্যর্থ লকডাউনের উদ্দেশ্য; দাবি সেই মন্ত্রীর
পটনা:

উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারের অবিবেচকের মতো কাজে ব্যর্থ লকডাউন (Nationwode Lockdoiwn)। সোমবার ঘুরিয়ে এই অভিযোগ তুললেন বিহারের মন্ত্রী সঞ্জয় ঝা।তাঁর মতে, "দিল্লি ও ইউপি সরকার; বাসে করে শ্রমিকদের পৌছনোর সিদ্ধান্ত না নিলে; এই পরিস্থিতি হতো না।" পরিযায়ী শ্রমিকরা অস্থির হয়ে উঠেছেন, পরিস্থিতি অগ্নিগর্ভ। এমনটাই এনডিটিভি-কে জানান বিহারের সেচমন্ত্রী সঞ্জয় ঝা। এই মন্ত্রী সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা কমিটির সদস্যও। এদিন এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, "আমাদের পরিকল্পনা ছিল রাজ্য সীমান্তেই আইসোলেশন শিবির করে পরিযায়ী শ্রমিকদের (Migrant Labours) থাকা-খাওয়ার ব্যবস্থা করব। কিন্তু সেই নির্দেশ মানতে নারাজ শ্রমিকরা। তাঁরা আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওদের প্রশ্ন; যেখানে দিল্লি আর উত্তরপ্রদেশ সরকার শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করছে, সেখানে বিহার সরকার কীভাবে আমাদের বাড়ি যেতে না দিয়ে আটকে রাখছে?"

রক্ষাকবচ পরে পথে মন্ত্রী! লকডাউনে ঘর থেকে না বেরোনোর অনুরোধ মাইক্রোফোনে

ঘুরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিযুক্ত করেছেন তিনি। সঞ্জয় ঝায়ের দাবি, "আমি অভিযোগ করবো না। কিন্তু আপনি যখন বাসে করে শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছেন, মানে লকডাউনের উদ্দেশ্যকে লঘু করছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী ২১ দিন যে, যেখানেই আছেন, সেখানেই থাকুন। ঘর থেকে বেরবেন না। কিন্তু এক্ষেত্রে উলটোই হচ্ছে।" 

ভারত এখনও স্থানীয় সংক্রমণের স্তরেই রয়েছে, করোনা সংক্রমণ নিয়ে জানাল সরকার

এদিকে, শনিবার বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, স্বরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরালে লকডাউনের কার্যসিদ্ধি হবে না। শনিবার এ ভাষাতেই সব সমালোচনার জবাব দিয়েছিলেন নীতীশ কুমার । বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, কেন্দ্রের জারি করা লকডাউনের আগে প্রস্তুতি নিতে দেওয়া হয়নি রাজ্যগুলোকে। এমনকি, বিহারের মুখ্যমন্ত্রীকেও সমান দোষে দুষ্ট করেছে বিরোধীরা। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকো শ্রমিকদের রাজ্যে ফেরাতে মানবিক না বিহার সরকার।বিহারে আটক অন্য রাজ্যের শ্রমিকদের বাড়ি ফিরতে দিচ্ছে না সরকার।  সেদিন বিরোধীদের এই সমালোচনার জবাব এনডিটিভি-কে দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, "বিশেষ বাসের ব্যবস্থা করে ভিন রাজ্যের শ্রমিকদের, তাঁদের রাজ্যে ফেরালে লকডাউনের কার্যসিদ্ধি হবে না। উলটে বাড়তে পারে সংক্রমণের হার।" তাঁর পরামর্শ, "বরং স্থানীয় স্তরে শিবির তৈরি করে সেই শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। খাদ্য-পানীয়ের আয়োজন করা হোক। সব খরচা পরিশোধ করবে সরকার।" 

.