Read in English
This Article is From Jul 20, 2018

Parliament Monsoon Session LIVE Updates: ''আপনি আমাকে পাপ্পু বলতে পারেন, কিন্তু আমি আপনাকে ঘৃণা করিনা'' রাহুল

আজ লোকসভায় অনাস্থা ভোটের মুখোমুখি শাসক বিজেপি। যে ম্যারাথন বিতর্ক হতে চলেছে আজ, তাতে শাসক দল, তাদের জোটশরিক এবং বিরোধী পক্ষ- সকলেই গত চার বছরে মোদী সরকারের কর্মকান্ড নিয়ে বক্তব্য পেশ করবে।

Advertisement
অল ইন্ডিয়া

আজ লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার অনাস্থা ভোটের সম্মুখীন

নিউ দিল্লি:

আজ লোকসভায় অনাস্থা ভোটের মুখোমুখি শাসক বিজেপি। যে ম্যারাথন বিতর্ক হতে চলেছে আজ, তাতে শাসক দল, তাদের জোটশরিক এবং বিরোধী পক্ষ- সকলেই গত চার বছরে মোদী সরকারের কর্মকান্ড নিয়ে বক্তব্য পেশ করবে। বিরোধী পক্ষ মোদী সরকারের ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে গলা ফাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে একদিকে। অন্যদিকে, শাসক জোট শুধুমাত্র যে বিরোধীদের সেইসব যুক্তিকে হেলায় উড়িয়ে দেওয়ার জন্য নিজেদের অস্ত্রে শান দিচ্ছে, তা-ই নয়, গত চার বছরে মোদী সরকারের ‘কৃতিত্ব’গুলোও তুলে ধরবে তারা। বিজেপির বহু জোটশরিকই সরকারের বিভিন্ন কাজ নিয়ে অসন্তুষ্ট ছিল। কিন্তু, আজকের গুরুত্বপূর্ণ দিনে তারা সব ভুলে গিয়ে সরকারের পাশে দাঁড়াবে বলেই সিদ্ধান্ত নিয়েছে। সাংসদের সংখ্যার নিরিখে বিজেপির থেকে অনেকটা পিছিয়ে থাকা কংগ্রেস জানিয়েছে, এই অনাস্থা প্রস্তাব তাদের কাছে শুধুমাত্র সংখ্যার খেলা নয়। তারা জানিয়েছে, এই অনাস্থা ভোটের মাধ্যমে তারা মোদী সরকারের বিভিন্ন ত্রুটি সাধারণ মানুষের সামনে তুলে ধরার ব্যাপারে অনেক বেশি বদ্ধপরিকর। ম্যারাথন বিতর্কে নিজের জবাবী বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরবেন। এছাড়া, ওয়াকিবহালমহল আজকের দিনটিকে 2019 সালের লোকসভা নির্বাচনে মোদীর প্রচার আরম্ভের দিন হিসাবেও দেখছেন। লোকসভায় তাদের সাংসদের সংখ্যার ওপর ভিত্তি করে সাতঘন্টার ম্যারাথন বিতর্কে বিজেপি তাদের বক্তব্য পেশ করার জন্য মোট সময় পাবে 3  ঘন্টা 33 মিনিট। কংগ্রেস সময় পাবে 38 মিনিট। অনাস্থা প্রস্তাব প্রথম যে দল পেশ করেছিল, সেই তেলুগু দেশম পার্টি পাবে 13 মিনিট। বাকি বিরোধী দলের মধ্যে এআইএডিএমকে পাবে 29 মিনিট, তৃণমূল কংগ্রেস পাবে 27 মিনিট, বিজু জনতা দল পাবে 15 মিনিট এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পাবে 9 মিনিট সময়।

আজ সারাদিন ধরে লোকসভায় যে যুদ্ধ চলবে তার LIVE UPDATE দেওয়া হল এখানে :

Jul 20, 2018 23:22 (IST)
ভোটে হেরে গেল অনাস্থার পক্ষে থাকা জোট।
Jul 20, 2018 23:20 (IST)
লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন:- পক্ষে আছেন যাঁরা, তাঁরা 'হ্যা"-তে দিতে পারেন নিজেদের ভোটটি। বিপক্ষের যাঁরা, তাঁরা 'না'-তে দিতে পারেন নিজেদের ভোটটি।
Jul 20, 2018 23:19 (IST)
ভোট দেওয়ার নিয়ম বুঝিয়ে দেওয়া হল সাংসদদের।
Jul 20, 2018 23:16 (IST)
বিজেডি ও শিবসেনা ছাড়া সকলেই ভোট দেবে।
Jul 20, 2018 23:13 (IST)
 à¦¸à¦¾à¦° দিয়ে দাঁড়িয়ে মোদীকে নমস্কার করলেন তেলুগু দেশমের সাংসদরা।
Advertisement
Jul 20, 2018 23:11 (IST)
কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার এবং অনুরাগ ঠাকুর নিজেদের আসন ছেড়ে উঠে দলের সাংসদদের সঙ্গে কথা বলছেন।
Jul 20, 2018 23:09 (IST)
জবাব দেওয়ার জন্য 30 মিনিট সময় চাইলেন তেলুগু দেশমের সাংসদরা।
Jul 20, 2018 23:09 (IST)
"দুর্ধর্ষ বাগ্মিতা", মোদীর ভাষণ নিয়ে বললেন তেলুগু দেশমের কেসিনানি শ্রীনিবাস।
Jul 20, 2018 22:52 (IST)
রাহুল গান্ধীর প্রতিটি বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডন করে দিলেন মোদী।
Jul 20, 2018 22:51 (IST)
Jul 20, 2018 22:36 (IST)
"কী সাংঘাতিক ঔদ্ধত্য", সোনিয়া গান্ধীর '272' সংক্রান্ত মন্তব্য নিয়ে বললেন মোদী।
Jul 20, 2018 22:34 (IST)
একঘন্টার বেশি সময় ধরে নিজের ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jul 20, 2018 22:32 (IST)
অটলবিহারী বাজপেয়ী তিনটে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন- উত্তরাখন্ড, ছত্তিশগড়, ঝাড়খন্ড। মনমোহন সিংহের আমলে একটা রাজ্য ভাগ হয়ে যায়- অন্ধ্রপ্রদেশ থেকে হয় তেলেঙ্গানা। এবং, ওই সময়ের পরিস্থিতি পরিচালনা করার ভঙ্গি মোটেই ঠিক ছিল না তাঁদের।
Jul 20, 2018 22:28 (IST)
মোদীর ভাষণের সময় সোনিয়া, রাহুল সহ অন্যান্য কংগ্রেস নেতাদের অভিব্যক্তি।‌
Jul 20, 2018 22:26 (IST)
নিজস্ব সংবাদদাতার প্রতিবেদন:- রাহুল গান্ধী কোনও নোট ছাড়াই বক্তব্য পেশ করলেও, মোদী তাঁর বক্তব্যের বেশিরভাগটাই নোট দেখেই পড়লেন।‌
Jul 20, 2018 22:22 (IST)
অন্যদিকে, 'আমুল' লোকসভার ওই বিখ্যাত আলিঙ্গন মুহূর্ত নিয়ে বানিয়ে ফেলল বিজ্ঞাপন।
Jul 20, 2018 22:19 (IST)
Jul 20, 2018 22:15 (IST)
"নেতাজি সুভাষ চন্দ্র বসু, মোরারজি দেশাই, জয়প্রকাশ নারায়ণ, চৌধুরী চরণ সিংহ, সর্দার বল্লবভাই প্যাটেল, চন্দ্রশেখর, প্রণব মুখোপাধ্যায়, শরদ পাওয়ার সকলেই ওঁদের চোখের দিকে চোখ à¦¤à§à¦²à§‡ তাকাতে চেয়েছিলেন। ভারতবাসী জানে, কীভাবে তাঁদের অপমান করা হয়েছিল", বলেন মোদী।
Jul 20, 2018 22:13 (IST)
তাঁর চোখের দিকে মোদী তাকাতে পারবেন না বেল রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে মোদী বললেন, "আজ, উনি বললেন, আমি ওঁর চোখের দিকে তাকাতে পারব না। কী করে আমি ওঁর চোখের দিকে তাকাব? আমি তো এক দরিদ্র মায়ের সন্তান। কী করে তাকাব ওঁর চোখের দিকে"? বলেন মোদী।
Jul 20, 2018 22:13 (IST)
'জুমলা স্ট্রাইক'এর ব্যাপারে মোদীর প্রতিক্রিয়া:-

আপনি সার্জিক্যাল স্ট্রাইককে 'জুমলা স্ট্রাইক' বলছেন? এটা একেবারেই অনভিপ্রেত। আমাকে অপমান করতে হলে করুন। কিন্তু, এই কথার মাধ্যমে তো আপনি আমাদের দেশের সেনাকে অপমান করছেন।



Advertisement