Tom Vadakkan: টমকে দলে স্বাগত জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ(Amit Shah) ।
হাইলাইটস
- কুড়ি বছর ধরে রাজনীতি করে দল ছাড়লেন টম
- দীর্ঘদিন ধরে কংগ্রেসের মিডিয়া নীতি নির্ধারণ করেছেন তিনি
- কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন দলের এই প্রাক্তন নেতা
নিউ দিল্লি: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) আর এক মাস বাকি নেই। তার আগেই দল ছাড়লেন কংগ্রেসের প্রবীণ নেতা বড়াক্কান(Tom Vadakkan)। কংগ্রেসের মুখপাত্র (Spokes Person) হিসেবে দায়িত্ব পালন করেছেন টম। তাছাড়া সোনিয়া গান্ধী (Sonia Gandhi) কংগ্রেসের সভানেত্রী থাকাকালীন একটি মিডিয়া টিম গড়ে তোলেন। সে ব্যাপারেও সোনিয়াকে সাহায্য করেছিলেন কংগ্রেসের এই নেতা। দলবদল করে তিনি বলেন, কাশ্মীরে জঙ্গি হানার পাল্টা হিসেবে ভারতীয় বায়ুসেনার করা এয়ার স্ট্রাইক9IAF Strike) নিয়ে কংগ্রেস প্রশ্ন তোলে। ভারতের সশস্ত্র বাহিনীর (Arm Forces) ভূমিকা প্রশ্ন তোলায় তিনি ব্যথিত হন। তিনি বলেন, "কোনও দল যখন সশস্ত্র বাহিনীর ভূমিকায় সন্দেহ প্রকাশ করে তখন সেটি ছেড়ে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না"। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) যে উন্নয়নের কর্মসূচি নিয়েছেন তাতে সামিল হতে চান টম। এ সমস্ত কারণেই তাঁর দলত্যাগ বলে দাবি করেন তিনি।
মোদীকে নিয়ে করা রাহুলের মন্তব্য পাক-সংবাদপত্রের শিরোনাম হবেঃ রবিশঙ্কর
কংগ্রেস সূত্রে বলা হচ্ছে প্রায় কুড়ি বছর ধরে রাজনীতি করা টমের দল ছাড়ার প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে কংগ্রেসের মিডিয়া নীতি নির্ধারণ করেছেন তিনি। এরই মাঝে বড় মিডিয়া টিম তৈরি করে কংগ্রেসের ওপর চাপ বাড়ায় বিজেপি। সে সময় কংগ্রেসের মিডিয়া টিমের দায়িত্ব পান প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং এআইসিসি-র মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিতে যোগদান করেন টম। তিনি বলেন জীবনের সেরা সময় কংগ্রেস কে দিয়েছেন কিন্তু এখন তিনি বুঝতে পারছেনএমন কেউ কংগ্রেসে থাকতে পারে না। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন দলের এই প্রাক্তন নেতা। সূত্র বলছে, এবারের লোকসভা নির্বাচনে লড়তে চান টম। বিজেপি তাঁকে এ ব্যাপারে আশ্বস্ত করেছে বলে খবর।