This Article is From May 13, 2019

হতাশা থেকেই ভারতী ঘোষকে আক্রমণ করেছে তৃণমূল দাবি বিজেপির

নির্বাচনী এজেন্টকে বুথে বসাতে গিয়ে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কির মাঝে  মাটিতে পড়ে যান ভারতী। তাঁর পায়ে চোট লাগে।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • বিজেপি প্রার্থী ভারতী ঘোষ রবিবার ভোট চলাকালীন আক্রান্ত হয়েছেন
  • হতাশা থেকেই তৃণমূল আক্রমণ করেছে বলে মত বিজেপির
  • ভোট সন্ত্রাস নিয়ে রাজ্যের পাশাপাশি দিল্লিতে কমিশনে অভিযোগ করেছে বিজেপি
নিউ দিল্লি :

হতাশা থেকেই ভারতী ঘোষকে আক্রমণ করেছে তৃণমূল । এমনই দাবি বিজেপি নেতাদের। প্রাক্তন আইপিএস অফিসার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Lok sabha Constituency) বিজেপি প্রার্থী ভারতী ঘোষ (Bharati Ghosh) রবিবার ভোট চলাকালীন আক্রান্ত হয়েছেন। নির্বাচনী এজেন্টকে বুথে বসাতে গিয়ে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের হাতে তাঁকে হেনস্থা হতে হয়। ধাক্কাধাক্কির মাঝে  মাটিতে পড়ে যান ভারতী। তাঁর  পায়ে চোট লাগে। তাছাড়া পরের দিকে আবারও তাঁর ওপর আক্রমণ হয়। সেখানেও তাঁর কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হন। তিনি নিজেও সামান্য চোট পান। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে বিজেপি। রাজ্যের পাশাপাশি দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) গিয়ে নালিশ করেছেন বিজেপি নেতারা।

হয়নি রাস্তা, প্রতিবাদে ভোট বয়কট করল উত্তরপ্রদেশের এই গ্রাম

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওরেকররে (Union Minister Prakash Javadekar)  নেতৃত্বে একটি প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের প্রধান কা্যালয়ে যায়। ঘাটালের ঘটনা সম্পর্কে কমিশনকে অবহিত করা হয়। পরে প্রকাশ জানান ভারতে আক্রমণের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল প্রমাণ করেছে তারা হতাশায় ভুগছে। প্রার্থীর (ভারতী ঘোষ) গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হচ্ছে। প্রার্থী নিজে আহত হয়েছেন।

Advertisement

ভোট চলাকালীন ভারতীর গাড়ি বাজেয়াপ্ত করে প্রশাসন। বলা হয় ভোটের সময় নিজের সঙ্গে  গাড়ি রাখতে যে ধরনের প্রক্রিয়া করতে হয় তা ওই গাড়ির ক্ষেত্রে করা হয়নি। তাই সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন প্রকাশ। তাঁর মতে গোটা বিষয়টি মেনে নেওয়া যায় না। সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এই কেন্দ্রীয় মন্ত্রী জানান মমতা বলেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল যেভাবে হতাশার নিদর্শন পেশ করছে তা থেকে স্পষ্ট মমতা সরকারেরই মেয়াদ ফুরিয়ে গিয়েছে।

 ভোট মিটতেই অপসারিত বাঁকুড়ার জেলা শাসক

Advertisement

এদিকে রবিবারের ভোট  মিটতেই অপসারিত হয়েছেন বাঁকুড়ার জেলাশাসক  উমা শঙ্কর। ঘাটালের পাশাপাশি  বাঁকুড়ার কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এসে পৌঁছেছে।  তবে  ষষ্ঠ দফার  ভোটে  দিনভর সংবাদ শিরোনামে  থেকেছে ঘাটাল। ভারতীর উপর আক্রমণ নামিয়ে  আনা নিয়ে বিজেপি নিশানা  করেছে তৃণমূলকে। পাল্টা  তৃণমূলের দাবি  ভারতীর নিরাপত্তা রক্ষীর গুলিতে আহত হয়েছেন তাদের এক সমর্থক।

(সংবাদ  সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে)

Advertisement