This Article is From Apr 29, 2019

চেনা মাঠে অচেনা প্রতিপক্ষর মুখোমুখি বাবুল

Lok Sabha Election 2019: কিছুদিন আগে ভোটের প্রচারে নেমে মুনমুন তাঁর মা সুচিত্রা সেনের নাম নিয়ে ভোট চাওয়ার জন্য তীব্র সমালোচনা করেন বাবুল

চেনা মাঠে অচেনা প্রতিপক্ষর মুখোমুখি বাবুল

এবারও প্রচারের শুরু থেকেই নিজের কেন্দ্রে বেশি মনোনিবেশ করছেন তিনি।

হাইলাইটস

  • তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দোলা সেনকে পরাজিত করে জেতেন বাবুল
  • প্রচারের শুরু থেকেই নিজের কেন্দ্রে বেশি মনোনিবেশ করছেন তিনি
  • প্রচারে গান ব্যবহার নিয়ে শুরুতে কিছুটা ধাক্কা খেতে হয়েছে তাঁকে
কলকাতা:

পশ্চিমবঙ্গে ৪২ টির মধ্যে ৮ টি আসনে ভোট গ্রহণ আজ। তার মধ্যে রয়েছে বাবুল সুপ্রিয়র আসানসোল।  তার মুখোমুখি দাঁড়িয়ে আছে তৃণমূল প্রার্থী মুনমুন সেন। কিছুদিন আগে ভোটের প্রচারে নেমে মুনমুন তাঁর মা সুচিত্রা সেনের নাম নিয়ে ভোট চাওয়ার জন্য তীব্র সমালোচনা করেন বাবুল।পাঁচ বছর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের (General Election) প্রস্তুতি যখন তুঙ্গে সে সময় এ রাজ্যে প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo Boral) নাম ঘোষণা করে চমক দেয় বিজেপি। তখনও পশ্চিমবঙ্গে বিজেপি সংগঠন এখনকার মতো ছিল না। তাই বাবুলকে নিয়ে খুব একটা প্রত্যাশা প্রাথমিকভাবে রাজনৈতিক মহলের একটা বড় অংশের ছিল না। কিন্তু আসানসোলে (Asansol) তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দোলা সেনকে পরাজিত করে লোকসভায় নিজের আসন সুনিশ্চিত করেন বাবুল। প্রচারে তিনি বলতেন আসানসোলের জীবন আসান করাই তাঁর লক্ষ্য। তবে নির্বাচিত হয়ে যাওয়ার পর একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে নিজের কেন্দ্রে তাঁর অনুপস্থিতিকে ঘিরে। এলাকায় একসময় এ নিয়ে  পোস্টার পর্যন্ত পড়েছিল। কিন্তু পরে অনেকটাই সময় নিজের লোকসভা কেন্দ্রে কাটান বাবুল।

এবারও প্রচারের শুরু থেকেই নিজের কেন্দ্রে বেশি মনোনিবেশ করছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের (Lok Sabha  Election 2019) শুরুতেই কিছুটা ধাক্কা খেতে হয়েছে তাঁকে। তাঁর একটি গান প্রচারের কাজে ব্যবহার করছিল বিজেপি। নির্বাচন কমিশন (Election Commission ) জানিয়ে দিয়েছে সেই গানটি ব্যবহার করা যাবে না। এছাড়া কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়েও বিতর্কে জড়ান বাবুল। শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে গিয়ে একজনের পা ভেঙে ফেলার কথা বলেন বাবুল। যদিও তাঁর দাবি তিনি মজা করছিলেন কিন্তু বিষয়টি নিয়ে সে সময় জলঘোলা হয়েছিল। এছাড়া কয়েক বছর আগে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফেরার সময় মুখ্যমন্ত্রী সঙ্গে ঝাল মুড়ি খেয়েও দলের মধ্যেসমালোচিত হন বাবুল।

বারাণসীতে রোড শো, গঙ্গায় আরতি করলেন প্রধানমন্ত্রী মোদী

 সে যাই হোক বিজেপির অন্য নেতাদের মতো তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে পিছপা হন না। এবার বাবুলের কাছে চেনা মাঠে অচেনা প্রতিদ্বন্দ্বি। তাঁর বিরুদ্ধে  প্রার্থী হয়েছেন মুনমুন সেন (Moonmoon Sen) গত ৫ বছরে আসানসোলের জীবন আদৌ আসান করতে পেরেছেন কিনা তার ওপরই নির্ভর করবে বাবুলের ভোট-ভাগ্য। তবে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে রয়েছেন বাবুল। প্রার্থী হিসেবে মুনমুন সেনের নাম ঘোষণা হতেই টুইটে কটাক্ষ করেন। তিনি বলেন মমতা সব সময় তাঁর বিরুদ্ধে সেন্সেশনাল প্রার্থী দাঁড় করিয়ে থাকেন।

 এই কেন্দ্রে তাঁর  লড়াই মুনমুন সেনের সঙ্গে। মুনমুনের মতো বাবুলের সঙ্গেও বড় পর্দার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। কর্মজীবনের একদম গোড়ার দিকে  ব্যাঙ্কে চাকরি করতেন বাবুল। পরে নয়ের  দশকের গোড়ায় মুম্বইয়ে পাড়ি দেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

তৃণমূলের মতো বিজেপিরও লক্ষ্য বাংলা থেকে অনেক বেশি সংখ্যক আসন জেতা। আর সেই তালিকায় আসানসোলকেও ধরেছে পদ্ম শিবির। চেনা মাঠে অচেনা প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে বাবুল সেই কাজ করতে পারেন কিনা সেটাই এখন দেখার।                                               



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.