This Article is From Mar 29, 2019

মমতাদি আপনার সময় শেষ, বাংলার এবার পদ্ম ফুল ফুটবেইঃ অমিত

পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গে  বিজেপি সভাপতি বলেন, বহু মানুষকে  ভোট দিতে দেওয়া  হয়নি।

মমতাদি  আপনার সময় শেষ, বাংলার এবার পদ্ম ফুল ফুটবেইঃ অমিত

হাইলাইটস

  • তৃণমূলের পরাজয় নিশ্চিত ,তৃনমূলকে মূল থেকে উপরে ফেলতে হবেঃ অমিত
  • বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অনুপ্রবেশের সমস্যা থাকবে নাঃ অমিত
  • বাংলায় ২৩ আসন জিতবে বিজেপি আরও একবার দাবি করলেন অমিত

এবার  তৃণমূলের পরাজয় নিশ্চিত তৃনমূলকে মূল থেকে উপরে ফেলতে হবে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019)   আলিপুরদুয়ারের সভা  থেকে এমনই ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন মমতাদি  আপনার সময় শেষ।   বাংলায় সিন্ডিকেট সন্ত্রাস চলে। সাধারণ মানুষ তো কোন ছাড় তৃণমূলের সাংসদও রেহাই পান না।  তৃণমূলকে উখড়ে ফেলার  সময় এসেছে।  মায়ের থেকে  মমতা  চলে গিয়েছে, মাটি অনুপ্রবেশকারীদের দখলে, মানুষের উপর নেমে এসেছে  সন্ত্রাস। মা মাটি মানুষের স্লোগান অর্থহীন হয়ে গিয়েছে। উর্দু পড়িয়ে দিচ্ছেন। ইসলামপুরে রাজেশ সরকাররা চেয়েছিল উর্দু পড়বে  না তাই তাঁরা আন্দোলন করছিল বলে গুলি কর  মেরে ফেলা  হল  তৃণমূল সরকার ইমামদের ভাতা দেয়। আমাদের কোনও আপত্তি নেই,। কিন্তু পুরোহিতদেরও অর্থ সাহায্য করুন। মাদ্রাসার জন্য চার হাজার কোটি  টাকার বাজেট বরাদ্দ দেওয়া  হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষার জন্য অতটাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়নি।

বিজেপি রামের নাম ভোটে লড়ে কিন্তু রাম মন্দির নির্মাণ করে নাঃ মমতা

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর  উদ্দেশে তিনি বলেন, আপনি জিজ্ঞেস করেন আমরা পাঁচ বছরে কী করেছি। কিন্তু আমরা আপনাকে জবাব দেব না। দেশের মানুষকে দেব। বায়ুসেনার স্ট্রাইক নিয়ে তিনি বলেন,  ভোট ব্যাঙ্কের জন্য বায়ুসেনার স্ট্রাইকের বিরোধিতা করছে। ইটের জবাব আমরা পাথর দিয়ে দেব। বাংলায় ২৩ টি আসন জিতলে। অনুপ্রবেশকারীদের বের করা হবে। শরণার্থীদের উদ্দেশে বিজেপি সভাপতি বলেন, সব হিন্দু শরণার্থীরই জায়গা হবে এখানে।  পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গে  বিজেপি সভাপতি বলেন, বহু মানুষকে  ভোট দিতে দেওয়া  হয়নি।  পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গে  বিজেপি সভাপতি বলেন, বহু মানুষকে  ভোট দিতে দেওয়া  হয়নি। বিজেপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি সভাপতি বলেন, আমাদের হেলিকপ্টার নামার অনুমতি দেয় না রাজ্য প্রশাসন। গণতন্ত্র বাঁচাতে সভা করতে চেয়েছিলাম সেটাও দেওয়া  হয়নি। কিন্তু মনে রাখুন এভাবে আমাদের আটকানো যায় না।

.