This Article is From Mar 19, 2019

আলিপুরদুয়ার থেকে ৫৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ এবং নির্বাচন কমিশন

Lok Sabha Election 2019: নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৯ টি অস্ত্র, ২৩৫ রাউন্ড গুলি, ৩৭৮২ লিটার মদ, ১৩৬ কেজি গাঁজা, ৬৭৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং ২৬৭৬ কেজি জিলোটিন স্টিক পাউডার উদ্ধার হয়েছে

আলিপুরদুয়ার থেকে ৫৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ এবং নির্বাচন কমিশন

Lok Sabha Election 2019: অবৈধভাবে টাকার ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে  উদ্যোগ নিয়েছে  কমিশন। 

হাইলাইটস

  • টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে সংক্রান্ত প্রমাণ থাকা আবশ্যক
  • নথিপত্র না থাকলে টাকা বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা
  • ভুল করে টাকা নেওয়া হলে তা ফিরিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট কমিটি আছে
কলকাতা:

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে ৫৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ এবং নির্বাচন কমিশন  (Election Commission)। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন চার ব্যক্তির থেকে এই পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।  গোপন সূত্রে খবর পেয়ে  জয়গাঁয়  অভিযান চালায় পুলিশ ও কমিশনের বিশেষ দল। তখনই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে (Cash Recover)।  নির্বাচনের  কাজে যাতে অবৈধভাবে টাকার ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে  উদ্যোগ নিয়েছে  কমিশন।   সেই সূত্র ধরে তল্লাশি  চলছে বিভিন্ন জায়গায়।  সঞ্জয় জানিয়েছেন,  নির্দিষ্ট প্রয়োজনে যে কেউ টাকা নিয়ে যাতায়াত করতে পারেন।  কিন্তু সেই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে সংক্রান্ত প্রমাণ থাকা আবশ্যক।  নথিপত্র না থাকলে টাকা বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা। তবে ভুল বোঝাবুঝির কারণে কারও থেকে  টাকা নিয়ে নেওয়া হলে তা ফিরিয়ে দেওয়ার জন্য  নির্দিষ্ট কমিটি আছে।  সেই কমিটির কাছে প্রমান সহ আবেদন করলে টাকা ফিরে আসবে।

 তিনি জানান নির্বাচন (Lok Sabha Election 2019) ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৯ টি অস্ত্র, ২৩৫ রাউন্ড গুলি, ৩৭৮২ লিটার মদ, ১৩৬ কেজি গাঁজা, ৬৭৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং ২৬৭৬ কেজি জিলোটিন স্টিক পাউডার উদ্ধার হয়েছে।নির্বাচনের কাজে  কোনওরকম অনিয়ম হচ্ছে কিনা বা কারও কোনও  সমস্যা হচ্ছে কিনা দেখতে সিভিজিল অ্যাপ চালু হয়েছে।  সেখানে  ভোটাররা সরাসরি নিজেদের অভিযোগ দায়ের করতে পারছেন।  এ পর্যন্ত ১১৩৯ টি  অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে  ৬৭৭টি মিটিয়ে দেওয়া হয়েছে।  এছাড়া নির্বাচন কমিশনের ন্যাশনাল গ্রিভান্স  সার্ভিসের  পোর্টালে ৩৬১ টি এবং সিটিজেনস  পোর্টালে  ৪৮৬ টি অভিযোগ জমা পড়েছে । তার মধ্যে  যথাক্রমে ২৮৭ এবং ৪৩৭ টি অভিযোগের সমাধান করে দেওয়া হয়েছে।

প্রার্থী এবং রাজনৈতিক দল গুলির প্রচার কীভাবে হচ্ছে  তা দেখতে ভিডিও রেকডিংও করছে কমিশন। তাছাড়া ইতিমধ্যে রাজ্যে এসে  রুট মার্চ শুরু করেছে  কেন্দ্রীয় বাহিনীও।

(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে)



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.