This Article is From Mar 19, 2019

রায়গঞ্জ – মুর্শিদাবাদ সহ ১১ আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস

Lok Sabha Elrection 2019:রায়গঞ্জ – মুর্শিদাবাদ সহ ১১ আসনে প্রার্থী  ঘোষণা করে দিল  কংগ্রেস। তার মানে  বাম এবং কংগ্রেসের মধ্যে  জোটের যাবতীয় আশা শেষ হয়ে গেল।

Advertisement
অল ইন্ডিয়া

(Lok Sabha Elrection 2019: সব মিলিয়ে  ২০১৪ সালের লোকসভা  নির্বাচনের মতো  এবারও চার দলের লড়াই হবে বাংলায়।   

Highlights

  • রায়গঞ্জ – মুর্শিদাবাদ সহ ১১ আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস
  • তার মানে বাম এবং কংগ্রেসের মধ্যে জোটের যাবতীয় আশা শেষ হয়ে গেল
  • বাম নেতাদের অকারণ অহমিকার জন্য জোট হয় নি দাবি কংগ্রেসের
কলকাতা:

লোকসভা নির্বাচনে  (Lok Sabha Elrection 2019 ) রায়গঞ্জ – মুর্শিদাবাদ সহ ১১ আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস। তার মানে  বাম এবং কংগ্রেসের (Left- Cong Alliance) মধ্যে জোটের যাবতীয় আশা শেষ হয়ে গেল। জোট নিয়ে আলোচনা শুরুর প্রথম দিন থেকে সিপিএম বলে আসছে এই দুটি আসন তাদের দখলে আছে । তাই প্রার্থীও তারাই দেবে। কংগ্রেস প্রথমে রাজি হয়ে যায়। কিন্তু অন্য আসন নিয়েও জটিলতা দেখা দেয়। আর তাই এই দুই আসনেও প্রার্থী দিল কংগ্রেস। আগে ঠিক হয়েছিল ২০১৪ সালে বামেদের জেতা দুটি এবং কংগ্রেসের জেতা ৪টি আসন বাদ রেখে লড়াই হবে।কিন্তু জোট না হওয়ায় সেই সম্ভবনা রইল না। রায়গঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন দীপা দাসমুন্সি এবং মুর্শিদাবাদ থেকে লড়ছেন আবু হেনা। এর বাইরে প্রার্থী তালিকায় থাকছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় – সহ আরও কয়েকজন।

Holi 2019: জানেন কি পাকিস্তানের এই মন্দিরে কেন ২ দিন ধরে পালিত হয় হোলিকা দহন?

এরই মধ্যে সোমবার বেশি রাতে জোট নিয়ে সিপিএম সাধারণ সম্পাদক (CPIM General Secretory) সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। তার আগে  বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সোমবার সন্ধ্যায় বলেন আমরা আশা করি শুভ বুদ্ধির  উদয় হবে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই জোট যে কত গুরুত্বপূর্ণ তা  বুঝবে কংগ্রেস। কিন্ত সোমবার দিনভর কংগ্রেস বলেছে, বাম নেতাদের অকারণ অহমিকার জন্যই ভেস্তে  গিয়েছে  জোট প্রক্রিয়া। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, ওঁদের ঔদ্ধত্যের জন্য রাজ্যে বিজেপি-বিরোধী ও তৃণমূল-বিরোধী এই জোট গঠন করার সম্ভাবনা নষ্ট হয়ে গেল। তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আসন্ন নির্বাচনে। আমরা একসঙ্গে লড়াই করতে পারব না  কয়েকজন বাম নেতা, যাঁরা আসন সমঝোতা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন এতদিন, তাঁদের অহমিকার জন্যেই ভেস্তে গেল এই জোট হওয়ার সমস্ত সম্ভাবনা” সব মিলিয়ে  ২০১৪ সালের লোকসভা নির্বাচনের মতো এবারও চার দলের লড়াই হবে বাংলায়।

Advertisement

(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে)



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement