This Article is From Apr 27, 2019

ফের আক্রান্ত সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম

Lok Sabha Election 2019: এর আগে ৯ এপ্রিল তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

আবারও আক্রান্ত ডায়মন্ডহারবারের সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিম। তাঁকে হেনস্তার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল।  পুলিশ জানিয়েছে, ডায়মন্ডহারবার শহরে তাঁর ওপর হামলা চালানো হয়, তবে তিনি আহত হন নি। প্রার্থীর সঙ্গে থাকা যে সমস্ত সিপিআইএম কর্মীরা ছিলেন, তাঁদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লোকসভা ভোটের প্রচার চলাকালীন এই নিয়ে ফুয়াদ হালিমের ওপর দ্বিতীয়বার হামলা হল। এর আগে ৯ এপ্রিল তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজেপি দেশের পক্ষে বিপজ্জনক, ৪৪০ ভোল্ট, পাণ্ডুয়ায় তোপ মমতার

গতবার ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৯ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ।

Advertisement

সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিমের অভিযোগ, “আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। যারা স্থানীয় এক কর্মীদের বাড়িতে ছিল তারা। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। কর্মীদের মারধর করা হয়েছে”।

যদিও ফুয়াদ হালিমের তোলা অভিযোগ “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement