Read in English
This Article is From Mar 21, 2019

দোলের পরে আঙুলে রঙ দিয়ে ‘দেশের সবথেকে বড় উৎসব’ সার্থক করার বার্তা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশনার অশোক লাভাসাও (Election Commissioner Ashok Lavasa) তাঁর ব্যক্তিগত টুইটারে এই বার্তা ছড়িয়ে দেন।

Advertisement
ইলেকশন নিউস

১১ ই এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ২৩ মে ঘোষণা করা হবে

নিউ দিল্লি :

আজ সারা ভারত জুড়ে প্রচুর উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে দল উৎসব, উৎসবের রেশ থাকবে আগামীকালও। রঙের এই উৎসবে যোগ দিয়েছে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বলিউড টলিউড তারকা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেশ ও জাতির প্রতি রঙের উৎসবের বিশেষ শুভেচ্ছাও জানিয়েছেন সকলে। কয়েকদিন বাজে দেশ জুড়ে শুরু হবে আরেক উৎসব। নির্বাচন উৎসব। আর সেই ভোট যজ্ঞের পুরোহিতের আসনে থাকা নির্বাচন কমিশনও (The Election Commission) আজকের বিশেষ দিনে বিশেষ বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে।

 আপনি নিজের সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, বললেন কেজরিওয়াল

ভোটদাতাদের আসন্ন নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়েছে এই দেশে নির্বাচন আয়োজনের  মূল দায়িত্বে থাকা কমিশন। যেমন উৎসাহ ও উদ্দীপনায় মানুষ আজ সামিল হয়েছেন রঙের উৎসবে তেমনই নিজের এই উচ্ছ্বাস ভোট দেওয়ার দিন পর্যন্ত অটুট রাখতে অনুরোধ করেছে নির্বাচন কমিশোন। দোলের এই উৎসাহ আগ্রহের ছাপ যাতে দেশের সব থেকে বড় উৎসব ভোটের কেন্দ্রেও প্রতিফলিত হয় তাই নিশ্চিত করতে চাইছে কমিশন।

Advertisement

কমিশন টুইট করেছে, “ভোটের দিনে আঙুলে কালি দিয়ে বজায় রাখুন দোলের এই ভাবমূর্তিটি। #দেশের সবথেকে বড় উৎসবে (#DeshKaMahatyohar!) আপনার উপস্থিতি নিশ্চিত করুন! আপনার ভোট আপনার অধিকার, ভোট আপনার দায়িত্ব।"

 নীরব মোদীর সম্পত্তি ১৭৩'টি তৈলচিত্র ও ১১'টি বিলাসবহুল গাড়ি বিক্রি করবে ইডি

নির্বাচন কমিশনার অশোক লাভাসাও (Election Commissioner Ashok Lavasa) তাঁর ব্যক্তিগত টুইটারে এই বার্তা ছড়িয়ে দেন। নির্বাচনকে ‘দেশ কা মহা তিওহার' (#DeshKaMahatyohar!) বলে উল্লেখ করে তিনি টুইট করেছেন, “দোলে সব রঙ একসঙ্গে মিশে আমরা এক হয়ে যাই, কিন্তু ভোটের দিন নিজের আঙুলে একটি কালির দাগ রাখতে ভুলবেন না।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এপ্রিল মে মাসে লোকসভা নির্বাচনের জন্য ‘ঐতিহাসিক ভোট' দান নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ১০ মার্চ তারিখে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার অল্প কিছুদিন পরেই প্রধানমন্ত্রী মোদি বেশ কয়েকটি টুইট পোস্ট করেছেন, বিশিষ্ট ব্যক্তিদের নির্বাচনী প্রক্রিয়ার জন্য অংশ নেওয়ার অনুরোধ জানান মোদি।

Advertisement

প্রধানমন্ত্রী এই নির্বাচনে যারা প্রথম ভোটার তাঁদেরও বিশেষ উল্লেখ করে ‘গণতন্ত্রের উত্সবে' সামিল হতে বলেছেন। তিনি টুইট করেন, “আমি সকল ভারতীয়দের তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সমৃদ্ধ করতে উৎসাহিত করছি। আমি আশা করি এই নির্বাচন ঐতিহাসিক ফলাফলের সাক্ষী রইবে। আমি বিশেষ করে নতুন ভোটারদের রেকর্ড সংখ্যায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।” ১১ ই এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ২৩ মে ঘোষণা করা হবে।

Advertisement