This Article is From Apr 03, 2019

Live Updates: 23 মে-এর পর কংগ্রেসও থাকবে না ওদের ইস্তেহারও থাকবে না: মোদী

Lok sabha Election 2019: কয়েক দিন আগেই রাজ্যে এসে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ

Live Updates: 23 মে-এর পর কংগ্রেসও থাকবে না ওদের ইস্তেহারও থাকবে না: মোদী

Lok sabha Election 2019: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা:

Lok sabha Election 2019: নির্বাচনী জনসভা করতে রাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শিলিগুড়িতে জনসভা শেষ করেছে মোদী।  সেখান থেকে তৃণমূল সহ কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি। মমতাকে 'স্পিড ব্রেকার দিদি' বলে কটাক্ষ করলেন মোদী। তিনি বলেন, এত বড় ভিড় না  দেখলে বুঝতেই পারতাম না  দিদির দিন  শেষ। আপনাদের ভালবাসা আছে  বলেই চৌকিদার টক্কর নিতে পারে। গোটা দেশের মতো গতিতে বাংলায় কাজ হয়নি। পশ্চিমববঙ্গে স্পিড ব্রেকার আছে। লোকে তাঁকে দিদি বলে। দিদি গরিবের কথা ভাবেন না। রাজনীতি করেন।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ( Brigade Parade Ground) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। দুপুর তিনটে নাগাদ সভা শুরু হওয়ার কথা আছে, সেই কারণে  কর্মীদের গরমের হাত থেকে বাঁচাতে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া একাধিক মঞ্চ হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রধানমন্ত্রী বুধবার আগে শিলিগুড়িতে সভা করবেন তারপর আসবেন কলকাতায়।  এবারের ভোট পর্বে  প্রধানমন্ত্রী এর আগে কলকাতায় সভা  করেননি। মাস দুয়েক রাজ্যে এসে একই দিনে দুটি সভা করলেও কলকাতায় আসছেন এই প্রথম। সভা ঘিরে যাতে  কোনও সমস্যা না  হয় তা  নিশ্চিত করতে মঙ্গলবারও সভাস্থল ঘুরে দেখেন বিজেপি নেতারা সেখানেই বৈঠক সারেন বিজেপি নেতারা। কয়েক দিন আগেই রাজ্যে এসে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Apr 03, 2019 16:40 (IST)
আলাদা আলাদা রাজ্য থেকে নেতারা এসে বললেন মোদী হাটাও। কেন বললেন? মোদীর কী দোষ? গরিবের মাথায় ছাদ দেওয়া অন্যায় হল সেই অন্যায় আমি করেছি।
Apr 03, 2019 16:40 (IST)
23 মেয়ের পর কংগ্রেসও থাকবে না ওদের ইস্তেহারও থাকবে না
Apr 03, 2019 16:37 (IST)
কংগ্রেস যে সমস্ত আইন তুলে দেওয়ার  কথা বলছে তাতে সেনা বাহিনীর সমস্যা হবে।

Apr 03, 2019 16:37 (IST)
তোষণের রাজনীতি করে বলে কংগ্রেস সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নরম অবস্থান নেয়
Apr 03, 2019 16:36 (IST)
রাজনৈতিক জমি হারাচ্ছে বলে মমতা এবং তার সঙ্গীরা ভারত বিরোধী কথা বলছেন
Apr 03, 2019 16:36 (IST)
আমি চৌকিদার বলাতে কংগ্রেসের নেতাদের সব চৌকিদার উপর রাগ হচ্ছে
Apr 03, 2019 16:34 (IST)
কংগ্রেস এমন কথা বলছে যাতে আতঙ্ক বাড়তে সুবিধা হবে।
Apr 03, 2019 16:34 (IST)
ব্রিগেডে এত বড় সভা আগে  কখনও হয়নি। আমি কথা  দিচ্ছি যে ভালবাসা আপনারা দিচ্ছেন তা আমি উন্নয়ন করে ফিরিয়ে  দেব। বাংলার প্রতিটি কোণ থেকে সমর্থন পেয়েছি। ভারতের জয়জয়াকার হচ্ছে, ভারত যা করার স্বপ্ন দেখত এখন সেটাই হচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে নতুন ভারত তৈরির কাজ হচ্ছে।
Apr 03, 2019 16:33 (IST)
খুব কম সময়ের মধ্যেই সভার আয়োজন হয়েছে। ২৩ মে  কী হবে  সেটা  বঙ্গ ভূমির এই ভিড় দেখেই  রাজনৈতিক পন্ডিতরা বুঝতে পারবেন। বাংলা বিপ্লব আর কবিতার জায়গা। এখান থেকেই নতুন দেশ গড়ার কাজ শুরু হবে।
Apr 03, 2019 16:11 (IST)
ব্রিগেড ময়দানে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী
Apr 03, 2019 15:59 (IST)
রেসকোর্সে পৌঁছল প্রধানমন্ত্রীর কপ্টার
Apr 03, 2019 14:10 (IST)
দিদি স্বাস্থ্য প্রকল্প থেকে কৃষিতে বাধা দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, আমার প্রতি আপনাদের ভালবাসা দেখে  দিদি ভয় পাচ্ছেন। মমতা, কংগ্রেস আর বামেদের মধ্যে কোনও ফারাক নেই।
Apr 03, 2019 14:10 (IST)
তিনি বলেন, এত বড় ভিড় না  দেখলে বুঝতেই পারতাম না  দিদির দিন  শেষ। আপনাদের ভালবাসা আছে  বলেই চৌকিদার টক্কর নিতে পারে।
Apr 03, 2019 14:09 (IST)
 জগাই-মাধাই -এর চক্রান্ত শেষ হতে চলেছে।  আপনাদের ভোট দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না।  নির্ভয়ে ভোট দিন।  
Apr 03, 2019 13:53 (IST)
''দিদির মন্ত্রী ও বিধায়কদের কাছে টাকা খুইয়েছেন সাধারণ গরিব মানুষ। তারা মানুষদের লুঠ করেছেন। দিদি গরিবদের ছারখার করে দিয়েছেন। '' মোদী 
Apr 03, 2019 13:50 (IST)
মঞ্চ থেকে আক্রমণ কংগ্রেসকেও। তিনি বলেন, ''গরিবকে গরিবই রাখতে চায় কংগ্রেস।''
Apr 03, 2019 13:46 (IST)
রাজ্যে উন্নয়নের গতি থমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী, শিলিগুড়ি থেকে আক্রমণ প্রধানমন্ত্রীর
Apr 03, 2019 13:45 (IST)
শিলিগুড়ির সভার থেকে প্রধানমন্ত্রী বলেন, ''আমার একথা বলতে দুঃখ হচ্ছে যে, রাজ্যে কাজের সুযোগ কমেছে।'' 
Apr 03, 2019 13:31 (IST)
কিছুক্ষণ আগেই বাগডোগরা  বিমানবন্দরে এসে নামেন মোদী
Apr 03, 2019 13:31 (IST)
আজ দুটি সভা করতে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
.