হাইলাইটস
- দুটি দফার পর মমতা ঘাবড়ে গিয়েছেন। ভয় পেয়েছেনঃ বিজেপি সভাপতি
- প্রথম দুদফা থেকে স্পষ্ট গোটা দেশ মোদীকে আবার প্রধানমন্ত্রী দেখতে চায়
- বিজেপির বিরোধীদের কাছে স্পষ্ট নীতি নেই, নেতাও নেইঃ অমিত
কলকাতা: সভায় লোক হচ্ছে না বলে মিছিল করছেন মুখ্যমন্ত্রী। উনি বিরোধীদের সভায় অনুমতি দিচ্ছেন না কিন্তু জনতা ওঁর সভায় অনুমতি দেবে না। রাজ্যে এসে এ কথাই বললেন বিজেপি সভাপতি অমিত শাহ (BJP President Amit Shah) । তিনি বলেন, দুটি দফার পর (Lok Sabha Election 2019) মমতা ঘাবড়ে গিয়েছেন। ভয় পেয়েছেন। আর তাই নির্বাচন কমিশনের উপর চাপ দিচ্ছে। এখন তাঁর গণতন্ত্রের কথা মনে পড়ছে। এটা দেখে আমার ভাল লাগছে। বাংলায় আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্নীতি বাড়ছে। পরিকাঠামো বাড়েনি। পঞ্চায়েত নির্বাচনে ৩৭ শতাংশ মানুষ ভোট দিতে পারেননি। বাংলায় পরিবর্তন (Change) জরুরি।
গোটা দেশ মোদীকে আবার প্রধানমন্ত্রী দেখতে চায়। বাংলায় ৮১ শতাংশ ভোট পড়েছে। বড় পরিবর্তন হতে চলেছে। এটা বুঝতে পেরেই মমতা ভয় পেয়েছেন। বিজেপির বিরোধীদের কাছে স্পষ্ট নীতি নেই। দেশের সমস্যা সমাধান করার দিশা নেই। নীতিও নেই, নেতাও নেই। নরেন্দ্র মোদীর নেতৃত্ব গোটা দেশেই সমাদৃত। বিজেপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। বিরোধীরা পরিবার তন্ত্রে বিশ্বাস করে। গত ৫ বছরে ভারতের সুনাম বেড়েছে। এই ধারা অব্যহত রাখতে বিজেপিকে ভোট দিতে হবে বলে তিনি জানান।
বিজেপির ইস্তেহারের প্রসঙ্গ তুলে অমিত বলেন, দেশে দরকার মজবুত সরকার। আমাদের সরকার নির্দিষ্ট নীতি নিয়ে চলে। কঠোর সিদ্ধান্ত নিতে ভয় পায় না। সেটা দেশের মানুষ সেটা জানে। কিন্তু বিরোধীরা সেটা পারে নি।
অন্য একটি প্রসঙ্গে অমিত বলেন, মোদী সরকার বাংলার জন্য অনেক কিছু করেছে। ফোর লেন হাইওয়ে থেকে শুরু করে গ্রামীণ সড়ক নির্মাণ করছে। মেট্রোর কাজ হয়েছে। পাশাপাশি তিনি জানান ২০২২সালের পর দেশে এমন কোনও পরিবার থাকবে না যাঁর কাছে নিজের বাড়ি থাকবে না।
রাজ্যে এসে আরও একবার সারদা মামলার তদন্ত নিয়ে সরব হন অমিত। তাঁর অভিযোগ, সারদায় প্রমাণ নষ্ট করে দিয়েছে পুলিশ ও প্রশাসন। কিন্তু বিজেপির সরকার ক্ষমতায় এলে চিটফান্ড কাণ্ডের তদন্ত হবে। এনআরসি লাগু করার কথাও বলেন তিনি।
ভোট- সন্ত্রাসের প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসের সীমা আছে। জনতা ঐক্যবদ্ধ হলে কেউ সন্ত্রাস করতে পারবে না। সবাই একসঙ্গে ভোট দিতে গেলে কোনও সমস্যা হবে না।
একটি সূত্রে বলা হচ্ছিল প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে লড়বেন। কিন্তু অমিত জানান সেরকম কোনও ভাবনা নেই। তৃণমূলের তরফে বিজেপিকে সন্ত্রাসবাদী সংগঠন বলা হয়েছে। জবাবে অমিত বলেন, এই মন্তব্য থেকে তৃণমূলের মানসিক দৈন্যতা ছাড়া আর কিছুই স্পষ্ট হয় না।
সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে করা প্রশ্নের জবাবে অমিত বলেন তাঁকে প্রার্থী করে কোনও ভুল হয়নি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
পাশাপাশি তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি লাগু হবে এবং সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করা হবে।