This Article is From Apr 12, 2019

"মোদী-শাহ হল ভয়ঙ্কর যমজ, ওঁদের অগ্রাহ্য করুন", বললেন ডেরেক

বিজেপি সভাপতি অমিত শাহ বৃহস্পতিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন।

কৃষকদের দুরবস্থা, চাকরির সমস্যা ইত্যাদি নিয়ে প্রশ্ন করুন মোদী-শাহ'কে, বললেন ডেরেক

নিউ দিল্লি:

বিজেপি সভাপতি অমিত শাহ বৃহস্পতিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন। তারপরই তৃণমূল নেতা তথা দলের মুখপাত্র ডেরেক ও ব্রায়ান অমিত শাহ ও নরেন্দ্র মোদী জুটিকে ‘ভয়ঙ্কর যমজ' বলে টুইটারে আক্রমণ করেন। তাঁর কথায়, মোদী-শাহ জুটির ‘বিদ্বেষমূলক মন্তব্য'কে দেশের মানুষের অগ্রাহ্য করা উচিত। তিনি টুইট করে লেখেন, “প্রিয় যুব ভারত (এবং ততটাও যুব নয় এমন ভারত), প্রতিদিন এই ভয়ঙ্কর জুটিটি বিভিন্ন সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করে চলেছে। আমার একটাই কথা বলার, এঁদের অগ্রাহ্য করুন। আসল প্রশ্নগুলো তুলুন। যেমন- কৃষকদের দুরবস্থা, কর্মসংস্থানের সমস্যা, ক্রমশ দুর্বল হয়ে পড়া অর্থনীতি এবং প্রতিষ্ঠানগুলির ধ্বংস হয়ে পড়া। সংবিধানকে বাঁচান”।

সরকারের দুটি প্রকল্প রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেয়েছে, ফেসবুকে জানালেন মমতা

অমিত শাহ বৃহস্পতিবার রাজ্যে দুটি জনসভা করেন।

তার মধ্যে দার্জিলিং-এর একটি জনসভা থেকে বলেন, “গোটা দেশে যাতে এনআরসি চালু করা যায়, তার নিশ্চয়তা ব্যবস্থা আমরা করছি। দেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীদের তাড়াবে বিজেপি। সমস্ত বৌদ্ধ এবং হিন্দু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে আমাদের সরকার এবং তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে”।

.