This Article is From Mar 07, 2019

আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মমতা

Mamata To Launch Campign:আগামীকাল  আন্তর্জাতিক নারী দিবস(International Womens Day)।  সেদিন থেকেই  লোকসভা নির্বাচনের(Loksabha Elections 2019) প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  

আগামীকাল  আন্তর্জাতিক নারী দিবস থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মমতা

 মিছিলের মধ্যে দিয়ে  নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো।

হাইলাইটস

  • লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
  • আগের লোকসভা এবং বিধানসভা নির্বাচনেও নারী দিবসে প্রচার শুরু করেন মমতা
  • মিছিলের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো
কলকাতা:

আগামীকাল  আন্তর্জাতিক নারী দিবস ( International Women's Day)।  সেদিন থেকেই   লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bannerjee)।  ২০১৪  সালের  লোকসভা নির্বাচন এবং২০১৬  সালের বিধানসভা নির্বাচনেও  নারী দিবসেই  প্রচার শুরু করেছিলেন মমতা।  এবার কলকাতায় নারী দিবস উপলক্ষে ধর্মতলা থেকে শ্রদ্ধানন্দ পাক পর্যন্ত মিছিলের মধ্যে দিয়ে  নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। আগের কয়েকটি নির্বাচনে  জেলা থেকে প্রচার শুরু করেছেন মমতা। এবার  করছেন  কলকাতা থেকে।  এই বিষয়টিকে একহাত নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh )।  তিনি বলেন,  গত ৭ বছর তৃণমূল রাজ্যে ক্ষমতায় রয়েছে।  এই সময়ের মধ্যে   নারীদের উপর আক্রমণ সবচেয়ে বেশি পরিমাণে নেমে এসেছে, নির্যাতন বেড়েছে বহুগুণ।  আর সেই দলের নেত্রী নারী দিবস থেকে দলের প্রচার শুরু করছেন।  এটা ভাগ্যের পরিহাসই বটে।     

আমি দারিদ্র্য এবং সন্ত্রাসবাদকে হারাতে চাইছি আর বিরোধীরা আমায়: মোদী

তৃণমূলের নেতারা  বুধবার রাতে জানিয়েছেন শুক্রবার  থেকে ভোট প্রচার শুরু হলেও  নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই প্রচারে  গতি আসবে।  ইতিমধ্যেই নির্বাচনের কাজ দেখভাল করতে  ১২ সদস্যের কমিটি  তৈরি করেছে  তৃণমূল। প্রার্থী নির্বাচনের কাজও প্রায় শেষ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার নতুন কমিটির কথা  আনুষ্ঠানিক ভাবে  জানিয়েছেন। এই কমিটিতে পার্থ ছাড়াও আছেন,  সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ডেরেক'ও ব্রায়েন, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজা।

রায়গঞ্জ, মুর্শিদাবাদ ছাড়বে না সিপিএম, জোট নিয়ে অনিশ্চয়তার মাঝে সীতারামের সঙ্গে কথা বলবেন রাহুল

সাংবাদিকদের পার্থ বলেছিলেন, ‘ কমিটি বিভিন্ন কেন্দ্রে যাঁরা  প্রার্থী হতে চাইছেন তাঁদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবে। পাশাপাশি প্রচারের রূপরেখাও  ঠিক করবে কমিটি।'  

 ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টির মধ্যে ৩৪ টি আসনে জয়লাভ করে তৃণমূল। বাকি আটটির   মধ্যে কংগ্রেস পায় চারটি। সিপিএম এবং  বিজেপি দুটি করে আসনে  জয়লাভ করে। এবার নিজেদের আসন সংখ্যা আরও বাড়াতে  চায়  তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন তাঁর ৪২টি আসন-ই চাই। বেশি সংখ্যক আসন থাকলে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার  করা  সহজ হবে। আর মমতা দীর্ঘ দিন ধরেই বলে আসছেন তাঁর লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। সেই লক্ষ্যেই বাড়তি আসন চান তৃণমূল সুপ্রিমো। আবার এ রাজ্যকেই পাখির চোখ করে দিল্লি দখলের অঙ্ক কষছে বিজেপি। সভাপতি অমিত শাহ  বলে গিয়েছেন  তাঁর  এ রাজ্য থেকে  ২৩ জন সাংসদ চাই।

.