This Article is From Apr 27, 2019

Lok Sabha Election 2019 4th Phase: শেষ হল চতুর্থ দফার ভোটের প্রচার

Lok Sabha Election Phase 4 Voting: নির্বাচন কমিশন জানিয়েছে, ৮ কেন্দ্রের মোট ৬৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১,৩৪, ৫৬, ৪৯১ জন ভোটার।

Lok Sabha Election 2019 4th Phase: শেষ হল চতুর্থ দফার ভোটের প্রচার

Election 2019 Phase 4: ২৯ এপ্রিল সোমবার রাজ্যে চতুর্থ  দফার ভোটগ্রহণ।

কলকাতা:

শনিবার সন্ধ্যায় শেষ হল রাজ্যে চতুর্থ দফার ভোটের প্রচারপর্ব। ২৯ এপ্রিল সোমবার রাজ্যে চতুর্থ  দফার ভোটগ্রহণ। এদিন ভোটগ্রহণ হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৮ কেন্দ্রের মোট ৬৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১,৩৪, ৫৬, ৪৯১ জন ভোটার। চার জেলার ৮টি কেন্দ্রেই এবার চতুর্মুখী লড়াই প্রত্যক্ষ করবেন রাজ্যবাসী। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আটটি কেন্দ্রের সমস্ত বুথেই অবাধ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রতিটি বুথেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী, মোট ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্যের চতুর্থ দফার ভোটগ্রহণে।

শ্রীচৈতন্য মহাপ্রভুর ভূমিতে ধ্বনিত হচ্ছে “জয় শ্রীরাম”

চতুর্থ দফার ভোটের প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর মতো হেভিওয়েট নেতারা।

বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার হতে চলেছে ডেভিড-গোলিয়াথের লড়াই। রাজনৈতিক মহলে মুর্শিদাবাদের রবীন হুড বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তাঁরই একদা সঙ্গী অপূর্ব সরকার ওরফে ডেভিডকে প্রার্থী করে ভাগীরথীর পাড়ে লড়াই জমিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের তরফে প্রার্থী হয়েছেন আরএসপির ইদ মহম্মদ, অন্যদিকে, বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার।

কংগ্রেস বা তৃণমূল নয় বামেদের থেকে এই লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিয়েছিল বিজেপি

কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।নদিয়ার এই কেন্দ্রে ইন্তাজ আলিকে প্রার্থী করেছে কংগ্রেস, অন্যদিকে, বামেদের ভরসা সিপিএমের শান্তনু ঝা।

রানাঘাট কেন্দ্রে লড়াই তৃণমূলের রূপালি বিশ্বাসের সঙ্গে বিজেপির জগন্নাথ সরকারের।মিনতী বিশ্বাস প্রার্থী হয়েছেন কংগ্রেসের, রমা বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূলের বাজি গতবারের সাংসদ সুনীল মণ্ডল। বিজেপি প্রার্থী করেছে পরেশচন্দ্র দাসকে। কংগ্রেসের ভরসা সিদ্ধার্থনাথ মজুমদার। সিপিএমের ঈশ্বরচন্দ্র দাসকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বামেরা।

এখন গড় কিন্তু কবে প্রথম বহরমপুরে জেতে কংগ্রেস?

গতবারের প্রার্থী মমতাজ সঙ্ঘমিতাকে এবারেও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। তাঁকে আটকাতে বিজেপির বাজি গতবার দার্জিলিং থেকে প্রতিদ্বন্দ্বীতা করা সুরিন্দর সিং আলুয়ালিয়া। রণজিত মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে কংগ্রেস, আভাস রায়চৌধুরীকে প্রার্থী করেছে বামেরা।

বাঁকুড়ার পাথুরে মাটিতে গতবার ঘাসফুল ফোটানো মুনমুন সেন এবার প্রার্থী আসানসোল লোকসভা কেন্দ্রে। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী গতবারের সাংসদ বাবুল সুপ্রিয়। সিপিএমের গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এবং কংগ্রেসের বিশ্বরূপ মণ্ডল প্রতিদ্বন্দ্বীতা করছেন এই আসনে।

কাদা আর স্টোনচিপসে ভরা রসগোল্লা পাঠাব মোদীকে, খেলে দাঁত ভেঙে যাবে: মমতা

বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বাজি অসিত কুমার মাল।বিজেপির রামপ্রসাদ দাস প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে। রামচন্দ্র ডোমকে এই আসনে প্রার্থী করেছে বামেরা, কংগ্রেস প্রার্থী হয়েছেন অভিজিৎ সাহা।

বীরভূমের লালমাটিতে ঘাসফুল ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন গতবারের সাংসদ শতাব্দী রায়ের ওপরেই। তাঁর বিরুদ্ধে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন দুধকুমার মণ্ডল। ইমরান হোসেনকে প্রার্থী করেছে কংগ্রেস, সিপিএমের বাজি রেজাউল করিম।

বাঁকুড়ার মতো আসানসোলেও মিরাকেল করতে পারবেন মুনমুন?

৮টি লোকসভা কেন্দ্রের মোট ১৫,২৭৭টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেখানেই ইতিমধ্যেই রওনা দিয়েছেন ভোটকর্মীরা। এক্সপেনডিচার অবজার্ভার, জেনারেল ইলেকসন অবজার্ভার ছাড়াও থাকবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। এই প্রথমবার সমস্ত বুথে ভিভিপ্যাট মেশিন থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.