This Article is From Apr 26, 2019

রানাঘাটে হ্যাট্রিক করতে পারবে তৃণমূল?

Lok Sabha Election 2019: কিছুদিন আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া নদীয়ার বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের  স্ত্রী রুপালি বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল

Advertisement
অল ইন্ডিয়া

রানাঘাট(Ranaghat) লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটারদের প্রভাব খুবই বেশি।

Highlights

  • ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে
  • পরপর দুবার রানাঘাট দখল করেছে তৃণমূল
  • রানাঘাট লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটারদের প্রভাব খুবই বেশি
কলকাতা:

২৯ এপ্রিল মানে সামনের রাজ্যের যে ৮ টি কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে রানাঘাটও (Ranaghat)। নতুন করে ডিলিমিটেশনের পর ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পরপর দুবার রানাঘাট(Ranaghat) দখল করেছে তৃণমূল। তবে দুবার দুজন সাংসদ ছিলেন। ২০০৯ সালে সুচারু রঞ্জন হালদার এই কেন্দ্র থেকে জয়ী হন। পরেরবার তাপস মন্ডলকে প্রার্থী করে তৃণমূল। প্রায় ছ' লাখ ভোট পেয়ে জিতে যান তাপস।  বাম প্রার্থী অর্চনা বিশ্বাস পান ৩ লাখ ৮৮ হাজার ভোট। বিজেপির সুপ্রভাত বিশ্বাস পেয়েছিলেন ২ লক্ষ ৩৩ হাজার ৬৭০টি  ভোট।  এবার অবশ্য প্রার্থী বদল হয়েছে। কিছুদিন আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া নদীয়ার বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের  স্ত্রী রুপালি বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার বামেদের প্রার্থী হয়েছেন বিশ্বাস রাম।

কংগ্রেস বা তৃণমূল নয় বামেদের থেকে এই লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিয়েছিল বিজেপি

রানাঘাট লোকসভা কেন্দ্রে (Ranaghat LS Constituency)  মতুয়া ভোটারদের প্রভাব খুবই বেশি। নিহত সত্যজিৎ বিশ্বাস মতুয়াদের নেতৃত্ব দেন সে কথা মাথায় রেখেই তার স্ত্রীকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে মতুয়া ভোট পেতে মরিয়া বিজেপি মাত্র কয়েক দিন আগে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘মতুয়া সম্প্রদায় উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল। তৃণমূল বিশ্বাস করে মতুয়া সম্প্রদায়ের আর্থিক সামাজিক উন্নতি হয়ে গেলে তারা ভোটব্যাঙ্কের রাজনীতি করতে পারবে না। আর তাই মতুয়াদের আর্থিক ও সামাজিক ভাবে বঞ্চনা করা হচ্ছে।'

Advertisement

এখন গড় কিন্তু কবে প্রথম বহরমপুরে জেতে কংগ্রেস?

নবদ্বীপ রানাঘাট উত্তরপশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট  দক্ষিণ চাকদা- এই বিধানসভা কেন্দ্র গুলি নিয়ে তৈরি হয়েছে রানাঘাট কেন্দ্র। মোদীর পর এখানে মমতাও সভা  করেন। প্রধানমন্ত্রীকে  আক্রমণ করেন মমতা। তাছাড়া শান্তিপুরে  মিছিল করেন তৃণমূল  সুপ্রিমো । মমতার মিছিল করা নিয়েও কটাক্ষ করেন বিজেপি। বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, দিদি জানেন তাঁর সভায় আর ভিড় হবে না। তাই রাস্তায় নেমে মিছিল করছেন। একই ভাষায় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীও।            



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement