This Article is From May 18, 2019

Lok Sabha Election 2019 7th Phase: শেষ দফায় ভোটের ময়দানে প্রধানমন্ত্রীসহ ৯১৮ জন প্রার্থী

Lok Sabha Election Phase 7 Voting: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯১৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১০.০১ লক্ষ ভোটার।

Lok Sabha Election 2019 7th Phase: শেষ দফায় ভোটের ময়দানে প্রধানমন্ত্রীসহ ৯১৮ জন প্রার্থী

Election 2019 Phase 7: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯১৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১০.০১ লক্ষ ভোটার।

নিউ দিল্লি:

লোকসভা নির্বাচনের(Election 2019 Voting) শেষ দফার ভোটগ্রহণ রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ মোট ৯১৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হবে রবিবার শেষ দফার ভোটে। ১১ এপ্রিল শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এবার সপ্তদশ লোকসভা নির্বাচনে(Lok Sabha Elections 2019) সাত দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের বারণসী কেন্দ্রে ভোট হবে রবিবার, এখানে বিজেপি প্রার্থী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই দফায় ভোট হবে উত্তরপ্রদেশের ১৩টি আসনে, পশ্চিমবঙ্গের  ৯, পঞ্জাবের ১৩, বিহার ও মধ্যপ্রদেশের ৮টি আসনে। এছাড়াও হিমচলপ্রদেশের ৪, ঝাড়খণ্ডের ৩ এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে।

যাদবপুরে চুরাশির মমতা হয়ে উঠতে পারবেন মিমি চক্রবর্তী ?

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯১৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১০.০১ লক্ষ ভোটার। লোকসভা নির্বাচনের(Lok Sabha Election 2019) ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। বারাণসী লোকসভা আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী অজয় রাই, সমাজবাদি পার্টি প্রার্থী করেছে শালিনী যাদবকে। এই দফায় হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন, পটনা সাহিব লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির রবিশঙ্কর প্রসাদ। গোরক্ষপুর কেন্দ্রে লড়াই হবে ভোজপুরী চিত্রতারকা তথা বিজেপি প্রার্থী রবি কিষাণ, কংগ্রেসের মধুসুদন ত্রিপাঠি এবং সমাজবাদি পার্টির রামভুষল নিষাদ। পঞ্জাবের অমৃতসর লোকসভা কেন্দ্রে লড়াইয়ের ময়দানে রয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি প্রার্থী হরপ্রীত সিং পুরি, কংগ্রেসের গুরপ্রীত সিং উজলা। গুরুদাসপুরে এবার চিত্রতারকা সানি দেওলকে প্রার্থী করেছে বিজেপি, তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী সুনী জাখার।

Elections 2019: শেষ দফায় ভোটের ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ হেভিওয়েটরা

এছাড়াও শেষ দফার ভোটগ্রহণে(Phase 7 Election voting) আরও যে সমস্ত প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হবে তাঁদের মধ্যে নজরকাড়া প্রার্থীদের তালিকায় রয়েছেন, পঞ্জাবের ফিরোজপুরের প্রার্থী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল, ভাতিণ্ডার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল, পাতিয়ালার কংগ্রেস প্রার্থী তথা মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর স্ত্রী প্রণীত কউর, হিমাচলপ্রদেশের হামিরপুরের প্রার্থী তথা তিনবারের সাংসদ অনুরাগ ঠাকুর,ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দুমকার প্রার্থী শিবু সোরেন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন কুমার বনসল।চণ্ডীগড়ের বিজেপি প্রার্থী কিরণ খেরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি।

7th Phase: কী হয়, কী হয়! কাল শেষ দফার ভোট দেবেন এই রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ

রাজ্যের ৯ আসনে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ(voting in Phase 7) হবে। তারমধ্যে রয়েছে, কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, জয়নগর দমদম, বারাসাত, বসিরহাট লোকসভা কেন্দ্রে। ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ করে তুলতে রাজ্যে মোট ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। একটি বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, “পশ্চিমবঙ্গে সপ্তম দফায় ভোটগ্রহণে(voting in Phase 7) একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে মোট ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অ্যাসিসট্যান্ট কম্যাডান্টসের নেতৃত্বে থাকবে ৫১২ কুইক রেসপন্স টিম”।

7th Phase: কী হয়, কী হয়! কাল শেষ দফার ভোট দেবেন এই রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ

৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও মোট ১৪৭ কোম্পানি বাহিনী থাকবে কলকাতা পুলিশের আওতায় থাকা লোকসভা কেন্দ্রগুলিতে। প্রতিটি থানায় দুজন করে কুইক রেসপন্স টিমের সদস্য থাকবেন, বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

.