தமிழில் படிக்க Read in English
This Article is From Apr 12, 2019

নির্বাচনের মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিচ্ছে রাশিয়া!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নির্বাচনী মাসে এই নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার পেলেন।

Advertisement
অল ইন্ডিয়া

নির্বাচনের মাসে বিদেশি সম্মানে ভূষিত হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সূদূর রাশিয়া নরেন্দ্র মোদিকে তাঁদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান (Russia's highest civilian award) দিতে চলেছে। রাশিয়ার ও ভারতের মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্বের প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দেওয়া হচ্ছে। ওই পুরস্কারের পোশাকি নাম, ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল' (Order of St Andrew the Apostle)। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) প্রধানমন্ত্রী মোদিকে এই পুরস্কার প্রদানের আদেশ স্বাক্ষর করেছেন বলেই জানিয়েছে ওই দেশের দূতাবাস।

 রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন বিজেপি সাংসদ

রাশিয়ার দূতাবাসের একটি টুইটে বলা হয়েছে, “১২ এপ্রিল, রাশিয়ার ও ভারতীয় জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাশিয়া এবং ভারতের মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নের লক্ষ্যে ব্যতিক্রমী পরিষেবা দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে দ্য অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল প্রদান করে সম্মান জানানো হল।” 

Advertisement

সীমান্তে কাঁদছে একরত্তি শিশু, অভিবাসনের বিশ্বসেরা ছবি তুললেন চিত্রসাংবাদিক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নির্বাচনী মাসে এই নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার পেলেন। দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাঁর প্রশংসনীয় প্রচেষ্টার জন্য তাকে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার জায়েদ পদক (Zayed Medal_ প্রদান করা হয়।

Advertisement

দ্য অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল হল সর্বোচ্চ আদেশ এবং রাশিয়ার প্রাচীনতম রাষ্ট্রীয় আদেশ, প্রথম ১৬৯৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও সোভিয়েত ইউনিয়নের শাসনামলে তা বিলুপ্ত হয়ে যায়। আবার ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এই আদেশ।

Advertisement