টুইটারেও এই অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী
হাইলাইটস
- একদিন আগে ‘ম্যায় ভি চৌকিদার’ নামে একটি অভিযানের সূচনা হয়েছে
- মোদীর টুইটার অ্যাকাউন্টের শিরোনাম পরিবর্তন হয়েছে
- পীযূষ গোয়েল এবং জে পি নাড্ডার মতো মন্ত্রীরাও একই পথে হেঁটেছেন
নিউ দিল্লি: একদিন আগে ‘ম্যায় ভি চৌকিদার' নামে একটি অভিযানের সূচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই অভিযানের সূচনা হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টের শিরোনাম পরিবর্তন হয়েছে। লেখা হল চৌকিদার নরেন্দ্র মোদী। তাঁর পরপর বিজেপি সভাপতি অমিত শাহও নিজের অ্যাকাউন্টের পরিবর্তন ঘটিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং জে পি নাড্ডার মতো মন্ত্রীরাও একই পথে হেঁটেছেন। এর আগে শনিবার প্রধানমন্ত্রী ম্যায় ভি চৌকিদার অভিযানের সূচনা করেন। আগামী মাসে লোকসভা নির্বাচনের আগে এই অভিযানের সূচনা করা হয়ে থাকে। ঠিক একই ভাবে টুইটারেও এই অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী।
নিউজিল্যান্ডের মসজিদে হামলায় নিহতদের মধ্যে ৫ জন ভারতীয় দাবি হাই কমিশনের
আগামী মাসের মাঝামাঝি থেকে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2019) শুরু হচ্ছে। তার আগে ভিডিওতে বলা হচ্ছে আপনাদের সঙ্গে আপনার চৌকিদার সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। এই অভিযানের একটি বিশেষ কারণ আছে। রাফাল বিতর্কের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) দীর্ঘ সময় ধরেই বলে আসছেন চৌকিদার চোর হ্যায়।