কেন্দ্রীয় ক্যাবিনেটের সুপারিশ মেনে রাষ্ট্রপতি ১৬তম লোকসভা ভেঙে দিয়েছেন
হাইলাইটস
- রাত আটটা নাগাদ তিনি রাইসিনা হিলসে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গতকাল প্রথা মেনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ
- সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ
নিউ দিল্লি: আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) । সূত্র থেকে জানা গিয়েছে আটটা নাগাদ তিনি রাইসিনা হিলসে যাচ্ছেন। সরকার গঠনের দাবি পেশ করবেন তিনি। এর আগে গতকাল প্রথা মেনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ করে। সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এরপরই নতুন সরকার গঠনের পক্রিয়া শুরু হয়। প্রথমেই ১৬তম লোকসভা ভেঙে দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতি দিয়ে সেকথা জানিয়েও দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, কেন্দ্রীয় ক্যাবিনেটের সুপারিশ মেনে রাষ্ট্রপতি ১৬তম লোকসভা ভেঙে দিয়েছেন।
নতুন করে আরও পাঁচ বছরের জন্য সরকার চালানোর জন্য শপথ নেওয়ার আগে ইস্তফা দিয়েছেন মোদী। আর সাংবিধানিক রীতি মেনে তাঁকে কেয়ারটেকার সরকার চালিয়ে যেতে অনুরোধ করেছেন রাষ্ট্রপতি। এখন সেভাবেই চলছে সরকার। আগামী সপ্তাহে শপথ নেবেন প্রধানমন্ত্রী।
মাত্র দুসিন আগে ১৭ তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার বড় জয় পেয়েছেন এনডিএ। গতবারের থেকে বেশি সংখ্যক আসন পেয়েছে বিজেপি। আসন বেড়েছে এনডিএ- রও। কিন্তু কংগ্রেস এবারও নির্বাচনী বিপর্যয় কাটাতে পারল না। মাত্র ৫২ টি আসনেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের।