আগেই বিজেপি সভাপতি অমিত শাহ জেডিইউ-র সঙ্গে জোট সমীকরণ চূড়ান্ত করেছেন
হাইলাইটস
- একটা সময় নরেন্দ্র মোদীর বিরোধিতা করে জোট ছাড়েন নীতিশ
- বিহারকে বিশেষ আর্থিক মর্যাদা না দেওয়ার অভিযোগও আনেন নীতিশ
- পরে অবশ্য এনডিএতে ফিরে আসেন জেডিইউ প্রধান
পাটনা: বিহারে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করল এনডিএ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডে ( জেডিইউ)-র প্রধান নীতিশ কুমার একসঙ্গে নির্বাচনী প্রচারের সূচনা করেন। একটা সময় নরেন্দ্র মোদীর বিরোধিতা করে জোট ছাড়েন নীতিশ। পরে মোদীর বিরুদ্ধে বিহারকে বিশেষ আর্থিক মর্যাদা না দেওয়ার অভিযোগও আনেন নীতিশ। পরে অবশ্য এনডিএতে ফিরে আসেন তিনি। সেই তখন থেকে এই প্রথম দু'জনকে মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল। আগেই বিজেপি সভাপতি অমিত শাহ জেডিইউ-র সঙ্গে জোট সমীকরণ চূড়ান্ত করেছেন। আর সেই মতো একসঙ্গে লড়তে সম্মত হয় দুই দল।
আজব শিল্পী! সূর্যের আলো দিয়ে কাঠে ছবি আঁকেন তরুণ শিল্পী মাইকেল, দেখুন তাঁর কাজ
সভা মঞ্চ থেকে কেন্দ্র বিহাররে জন্য কী কী কাজ করেছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসাও করেন মোদী। কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, এয়ার স্ট্রাইক নিয়ে ওরা যা অভিযোগ করছে তা ভারতের শত্রুদের সাহায্য করছে। তাঁর কথায়, ‘ওরা আগের স্ট্রাইকের প্রমাণ চেয়েছিল। এবারের স্ট্রাইকেরও প্রমাণ চাইছে। আমি কংগ্রেস এবং বাকিদের কাছে জানতে চাই সশস্ত্র বাহিনীর মনোবল ভাঙতে ওদের এত আগ্রহ কেন? কংগ্রেস এমন কথা বলছেন যা শত্রুপক্ষকে সাহায্য করছে। গালমন্দ করার প্রতিযোগিতা হলেও চৈকিদার নিজের দায়িত্ব পালনে সদা সতর্ক।'
এরপর পরিকাঠামো বৃদ্ধি করা থেকে শুরু করে পরিবহণ এবং বিদ্যুৎ পরিষেবা প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন মোদী। তিনি বলেন, ‘ নীতিশবাবু বিহারের গরিব এবং পিছিয়ে পড়া মানুষের কথা ভাবেন তাই তাঁকে ধন্যবাদ জানাতে চাই।'