দেখা গিয়েছে দলবদল করে যারা বিজেপিতে এসেছেন তাদের প্রার্থী করা হয়েছে।
হাইলাইটস
- ৪২ টি কেন্দ্রের মধ্যে ২৮ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি
- প্রথম দফায় এ রাজ্যের কোচবিহার এবং আলিপুরদুয়ার আসনে ভোট নেওয়া হবে
- কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে
কলকাতা: লোকসভা নির্বাচনে ( Lok Sabha Election 2019 )রাজ্যের ৪২ টি কেন্দ্রের মধ্যে ২৮ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। রাজ্যের অন্য দলগুলি আগেই প্রার্থী ঘোষণার (Candidate List) পর্ব শুরু করে দিয়েছে। মনোনয়নও (Nominations) জমা পড়তে শুরু করেছে। কিছুটা দেরি করেই প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ১১ এপ্রিল প্রথম দফায় এ রাজ্যের কোচবিহার এবং আলিপুরদুয়ার আসনে ভোট নেওয়া হবে। সেই ভোটের মনোনয়ন দাখিল করতে আর খুব একটা সময়ও বাকি নেই। এরই মাঝে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। নাম ঘোষণার পরপরই কোচবিহারের বিজেপি কর্মীদের একটা বড় অংশ বিক্ষোভ দেখাতে থাকেন। জেলা সভাপতির গাড়ি পর্যন্ত ঘেরাও করা হয়। জানা গিয়েছে এই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী নিশীথ প্রামানিক গত মাসের ২৮ তারিখ পর্যন্ত ছিলেন তৃণমূলের যুবনেতা। তাঁকে প্রার্থী করায় ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন নাম চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এ ব্যাপারে তাঁর কোন ভূমিকা নেই। কিন্তু এ কথা বলার পরও দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমিত হয়নি। তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে খবর। কর্মীদের দাবি প্রার্থীর নাম বদল করতেই হবে।
গান্ধীনগরে আডবানির জায়গায় প্রার্থী হচ্ছেন অমিত শাহ
এর বাইরেও দেখা গিয়েছে দলবদল করে যারা বিজেপিতে এসেছেন তাদের প্রার্থী করা হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূলের দুজন প্রাক্তন সাংসদ- সৌমিত্র খাঁ এবং অনুপম হাজরা। নিজের পুরনো কেন্দ্র বিষ্ণুপুর থেকেই লড়বেন সৌমিত্র। অন্যদিকে বোলপুর ছেড়ে এসে যাদবপুর থেকে বিজেপির টিকিটে লড়ছেন অনুপম। প্রত্যাশামতোই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। মালদার সিপিএম বিধায়ক খগেন মুর্মু কদিন আগে দল ছেড়ে যোগদান বিজেপিতে। মালদা উত্তর কেন্দ্রে তাঁকেই প্রার্থী করা হয়েছে।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মেদিনীপুর কেন্দ্র থেকে লড়ছেন দিলীপ।কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবারও আসানসোল থেকেই প্রতিদ্বন্দ্বীতা করছেন। কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। কলকাতা দক্ষিণ আসনে নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।