বিজেপি সভাপতি অমিত শাহও মালদা সভা করেই এ রাজ্যের নির্বাচনী প্রচার শুরু করেন।
হাইলাইটস
- লোকসভা নির্বাচনের আগে আজ মালদায় সভা করতে আসছেন কংগ্রেস সভাপতি
- দীর্ঘদিন ধরেই মালদার দুটি লোকসভা কেন্দ্রে জিতে আসছেন কংগ্রেস প্রার্থীরা
- অমিত শাহও মালদা সভা করেই এ রাজ্যের নির্বাচনী প্রচার শুরু করেন
কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) আগে আজ মালদায় সভা করতে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Congress President Rahul Gandhi) । মালদা উত্তর (Maldah North) লোকসভা কেন্দ্রে দুপুর ২টো নাগাদ তাঁর সভা শুরু হওয়ার কথা। দীর্ঘদিন ধরেই মালদার দুটি লোকসভা কেন্দ্রে জিতে আসছেন কংগ্রেস প্রার্থীরা। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। জানুয়ারি মাসে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন দুবাররে সাংসদ মৌসম বেনজির নূর। গনি খান চৌধুরির পরিবারের এই সদস্য পদত্যাগ করা ধাক্কা খেয়েছে কংগ্রেস। এমতাবস্থায় ওই পরিবারের সদস্য ইশা খান চৌধুরিকে প্রার্থী করেছে কংগ্রেস। মালদায় এবার চতুর্মুখী লড়াই হচ্ছে। মালদা উত্তর কেন্দ্রে তৃণমূলের মৌসুমের সঙ্গে লড়াই হচ্ছে বিজেপির খগেন মুর্মু, কংগ্রেসের ইশা খান চৌধুরি এবং বাম প্রার্থীর। বিজেপির হয়ে ভোটে লড়া খগেন মুর্মু দীর্ঘদিন সিপিএমের বিধায়ক ছিলেন। মাত্র কয়েক দিন আগে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন।
প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত না মানলে বিজেপি করা ছেড়ে দিতে পারেনঃ দিলীপ
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী মনে করেন চতুর্মুখী লড়াই হলে ভোট যেভাবে ভাগ হবে তাতে মুসলমান সম্প্রদায়ের মানুষের প্রভাব বেশি এমন কেন্দ্রে সুবিধা পাবে তৃণমূল। তবে মালদা উত্তর কেন্দ্রে মুসলিম ভোটার এর পাশাপাশি হিন্দু ভোটার রয়েছে যথেষ্ট পরিমাণে। বিজেপি সভাপতি অমিত শাহও মালদায় সভা করেই এ রাজ্যের নির্বাচনী প্রচার শুরু করেন। রাহুলের সভা হবে চাঁচলে। সেখান থেকে কংগ্রেস কর্মীদের দলের থাকার বার্তা দেবেন রাহুল