পাহাড়ের রাজনৈতিক মানচিত্রে গোর্খা জনমুক্তি মোর্চার প্রভাব এখনও যথেষ্ট।
হাইলাইটস
- লোকসভায় প্রার্থী হতে চান রোশন, রাজ্যের মত জানতে চাইল শীর্ষ আদালত
- রক্ষাকবচ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন গিরি
- এ মাসের ২৮ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানাবে আদালত
নিউ দিল্লি: লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি। মদন তামাং খুন থেকে শুরু করে একাধিক ঘটনায় নাম জড়িয়েছে রোশনের। এমতাবস্থায় রক্ষাকবচ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অরুণ মিত্র এবং নবীন সিনহার ডিভিশন বেঞ্চ এ প্রসঙ্গে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে। সরকারকে শীর্ষ আদালতে জানাতে হবে তারা রওশনকে রক্ষাকবচ দেওয়ার পক্ষে না বিপক্ষে। লিখিত আকারে মত দেওয়ার আগে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে তারা মোর্চার ওই নেতাকে রক্ষাকবচ দেওয়ার পক্ষে নয়। রাজ্য সরকারের আইনজীবীর দাবি রোশন তাইলে ভোটে লড়াই করতে পারেন। রাজ্যের বক্তব্য আগামী ২৮ তারিখের মধ্যে জানাতে হবে।
ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় অল্পের জন্য বাঁচল বাংলাদেশ ক্রিকেট দল
পাহাড়ের রাজনৈতিক মানচিত্রে গোর্খা জনমুক্তি মোর্চার প্রভাব এখনও যথেষ্ট। দলের নেতা বিমল গুরুং আত্মগোপনে রয়েছেন। তিনি কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয় রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে। তার সন্ধান পেতে পুলিশি তল্লাশি এবং অভিযান মাঝেমধ্যেই হয়। বিমলের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে গোর্খা জনমুক্তি মোর্চায় প্রভাব বিস্তার করেছেন বিনয় তামাং সহ বাকিরা। গত দুটি লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছে মোর্চা। আর ওই দুটি নির্বাচনেই জিতেছেন বিজেপি প্রার্থীরা। এবার এই আসনে প্রার্থী হয়েছেন মোর্চার প্রাক্তন নেতাকে প্রার্থী করেছে তৃণমূল। এরই মধ্যে লোকসভা নির্বাচনে লড়তে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রোশন।
(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে )