This Article is From Mar 10, 2019

লোকসভা নির্বাচন ২০১৯, দেখে নিন কোন রাজ্য কবে কত সংখ্যক কেন্দ্রে নির্বাচন

যে সাতটি দফায় ভোটগ্রহণ হবে তার তারিখগুলি হল- ১১ এপ্রিল, ১৯ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে এবং ১৯ মে।

লোকসভা নির্বাচন ২০১৯, দেখে নিন কোন রাজ্য কবে কত সংখ্যক কেন্দ্রে নির্বাচন

রবিবার সন্ধেবেলা লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।

নিউ দিল্লি:

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে সাত দফায়। যা শুরু হবে ১১ এপ্রিল । চলবে ১৯ মে পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। যে সাতটি দফায় ভোটগ্রহণ হবে তার তারিখগুলি হল- ১১ এপ্রিল, ১৯ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে এবং ১৯ মে। এছাড়া, লোকসভা নির্বাচনের সঙ্গেই হবে চার রাজ্যের বিধানসভা নির্বাচনেরও ভোটগ্রহণ। এই রাজ্যগুলি হল- অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং ওড়িশা। যার ফলে আগামী এপ্রিল ও মে মাসে বহু দশক পর এই দেশ সাক্ষী হতে চলেছে এক দুর্দান্ত নির্বাচনী যাত্রার। 

কোন তারিখে কোথায় ভোট জেনে নিন:

প্রথম দফা (১১ এপ্রিল)

  1. অন্ধ্রপ্রদেশ: ২৫ আসন
  2. অরুণাচল প্রদেশ: ২ আসন
  3. অসম: ৫ আসন
  4. বিহার: ৪ আসন
  5. ছত্তিশগড়: ১ আসন
  6. জম্মু ও কাশ্মীর: ২ আসন
  7. মহারাষ্ট্র: ৭ আসন
  8. মণিপুর: ১ আসন
  9. মেঘালয়: ২ আসন
  10. মিজোরাম: ১ আসন
  11. নাগাল্যান্ড: ১ আসন
  12. ওড়িশা: ৪ আসন
  13. সিকিম: ১ আসন
  14. তেলেঙ্গানা: ১৭ আসন
  15. ত্রিপুরা: ১ আসন
  16. উত্তরপ্রদেশ: ১০ আসন
  17. উত্তরাখন্ড: ৫ আসন
  18. পশ্চিমবঙ্গ: ২ আসন
  19. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: ১ আসন
  20. লাক্ষাদ্বীপ: ১ আসন

দ্বিতীয় দফা (১৮ এপ্রিল)

  1. অসম: ৫ আসন
  2. বিহার: ৫ আসন
  3. ছত্তিশগড়: ৩ আসন
  4. জম্মু ও কাশ্মীর: ২ আসন
  5. কর্নাটক: ১৪ আসন
  6. মহারাষ্ট্র: ১০ আসন
  7. মণিপুর: ১ আসন
  8. ওড়িশা: ৫ আসন
  9. তামিলনাড়ু: ৩৯ আসন
  10. ত্রিপুরা: ১ আসন
  11. উত্তরপ্রদেশ: ৮ আসন
  12. পশ্চিমবঙ্গ: ৩ আসন
  13. পুদুচেরি: ১ আসন

তৃতীয় দফা (২৩ এপ্রিল)

  1. অসম: ৪ আসন
  2. বিহার: ৫ আসন
  3. ছত্তিশগড়: ৭ আসন
  4. গুজরাট: ২৬ আসন
  5. গোয়া: ২ আসন
  6. জম্মু ও কাশ্মীর: ১ আসন
  7. কর্নাটক: ১৪ আসন
  8. কেরালা: ২০ আসন
  9. মহারাষ্ট্র: ১৪ আসন
  10. ওড়িশা: ৬ আসন
  11. উত্তরপ্রদেশ: ১০ আসন
  12. পশ্চিমবঙ্গ: ৫ আসন
  13. দাদরা এবং নগর হাভেলি: ১ আসন
  14. দমন ও দিউ: ১ আসন

চতুর্থ দফা (২৯ এপ্রিল)

  1. বিহার: ৫ আসন
  2. জম্মু ও কাশ্মীর: ১ আসন
  3. ঝাড়খন্ড: ৩ আসন
  4. মধ্যপ্রদেশ: ৬ আসন
  5. মহারাষ্ট্র: ১৭ আসন
  6. ওড়িশা: ৬ আসন
  7. রাজস্থান: ১৩ আসন
  8. উত্তরপ্রদেশ: ১৩ আসন
  9. পশ্চিমবঙ্গ: ৮ আসন

পঞ্চম দফা (৬ মে)

  1. বিহার: ৫ আসন
  2. জম্মু ও কাশ্মীর: ২ আসন
  3. ঝাড়খন্ড: ৪ আসন
  4. মধ্যপ্রদেশ: ৭ আসন
  5. রাজস্থান: ১২ আসন
  6. উত্তরপ্রদেশ: ১৪ আসন
  7. পশ্চিমবঙ্গ: ৭ আসন

ষষ্ঠ দফা (১২ মে)

  1. বিহার: ৮ আসন
  2. হরিয়ানা: ১০ আসন
  3. ঝাড়খন্ড: ৪ আসন
  4. মধ্যপ্রদেশ: ৮ আসন
  5. উত্তরপ্রদেশ: ১৪ আসন
  6. পশ্চিমবঙ্গ: ৮ আসন
  7. দিল্লি: ৭ আসন

সপ্তম দফা (১৯ মে)

  1. বিহার: ৮ আসন
  2. ঝাড়খন্ড: ৩ আসন
  3. মধ্যপ্রদেশ:৮ আসন
  4. পাঞ্জাব: ১৩ আসন
  5. পশ্চিমবঙ্গ: ৯ আসন
  6. চন্ডীগড়: ১ আসন
  7. উত্তরপ্রদেশ: ১৩ আসন
  8. হিমাচল প্রদেশ: ৪ আসন

.