This Article is From May 13, 2019

কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলে বুকে গুলি করার নিদান দিলেন দিলীপ

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কেউ আক্রমণ করলে তাদের বুকে গুলি মারা উচিত বলে মনে করেন রাজ্য বিজেপি সভাপতি বিধায়ক দিলীপ ঘোষ

Advertisement
অল ইন্ডিয়া

 রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমনিতেই তাঁর চড়া মেজাজের জন্যই প্রসিদ্ধ।

Highlights

  • কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলে বুকে গুলি করার নিদান দিলেন দিলীপ
  • বাহিনীর সদস্যদের কাছে গোলমাল সামাল দেওয়ার জন্যই বন্দুক থাকেঃ দিলীপ
  • জওয়ানদের কাছে যে বন্দুক থাকে সেগুলো খেলনা নয়ঃ দিলীপ
কলকাতা :

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের (Central Forces) কেউ আক্রমণ করলে তাদের বুকে গুলি মারা উচিত বলে মনে করেন রাজ্য বিজেপি সভাপতি বিধায়ক দিলীপ ঘোষ (Bengal BJP Chief Dilip Ghosh)। ঘাটাল লোকসভা কেন্দ্রের ( Ghatal Loksabha Constituency) বিজেপি প্রার্থী ভারতী ঘোষের (Bharatai Ghosh) নিরাপত্তারক্ষীরা রবিবার ভোট চলাকালীন গুলি চালিয়েছেন বলে অভিযোগ. তাতে এক তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলে দাবি বাংলা শাসক শিবিরের। এই পরিস্থিতিতেই রাজ্য বিজেপি সভাপতি বললেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি চালানোর অধিকার আছে। আর তাদের কেউ আক্রমণ করলে তার বুকে গুলি চালানো উচিত। 

হতাশা থেকেই ভারতী ঘোষকে আক্রমণ করেছে তৃণমূল দাবি বিজেপির

তিনি বলেন, ‘ভারতী ঘোষের উপর আক্রমণ হয়েছে। তাঁর নিরাপত্তারক্ষীরাও রেহাই পাননি। গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে। গোটা ঘটনায় একজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। আর তাই যদি বাহিনীর সদস্যদের মনে হয় তাঁদের বা সাধারণ মানুষের জীবন বিপন্ন তাহলে গুলি চালানোর অধিকার আছে অবশ্যই  আছে। আমার মনে হয় দুষ্কৃতীদের পায়ে নয় বুক লক্ষ্য করে গুলি চালানো উচিত ছিল। কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের কাছে গোলমাল সামাল দেওয়ার জন্যই বন্দুক থাকে। আর  সেগুলো খেলনা নয় আসল বন্ধু।' 

Advertisement

হয়নি রাস্তা, প্রতিবাদে ভোট বয়কট করল উত্তরপ্রদেশের এই গ্রাম

 রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমনিতেই তাঁর চড়া মেজাজের জন্যই প্রসিদ্ধ। সভাপতি হওয়ার পর থেকেই একাধিক বার হুমকি দিয়েছেন তিনি। কখনও পুলিশকে কখনও প্রশাসনকে কখনও সরাসরি বুদ্ধিজীবীদের আক্রমণ করেছেন। তাছাড়া তৃণমূলের নেতাকর্মীদের ও লাগাতার নিশানা করে থাকেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এবার মেদিনীপুর লোকসভা আসন থেকে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে লড়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। এদিকে রবিবার বাংলার যে আটটি আসনে ভোট হয় তার মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছিল ঘাটালে, বিজেপির প্রার্থী ভারতী ঘোষকে আক্রমন করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূল প্রার্থী অভিনেতা দেব বলেন ভারতী যেভাবে গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন তাতে তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা হওয়া উচিত।  

Advertisement
Advertisement