This Article is From Apr 29, 2019

বাঁকুড়ার মতো আসানসোলেও মিরাকেল করতে পারবেন মুনমুন?

Lok Sabha Election 2019: পাঁচ বছর আগে মুনমুন সেন (Moonmoon Sen) বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন

Advertisement
অল ইন্ডিয়া

Lok Sabha Election 2019: এবারও মুনমুনের  থেকে চমক আশা করছে তৃণমূল।

Highlights

  • মুনমুন রাজনীতিতে আসেন প্রার্থী হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে
  • বিজেপির দখলে থাকা এই আসনেও জিততে চাইছেন মুখ্যমন্ত্রী
  • বাঁকুড়ার মতো আসনসোলেও তাঁর থেকে চমক চাইছে তৃণমূল
কলকাতা:

পশ্চিমবঙ্গে ৪২ টির মধ্যে ৮ টি আসনে ভোট গ্রহণ আজ। আসানসোল থেকে ভোটে লড়ছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) তাঁর বিপরীতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেনকে (Moonmoon Sen)।  সেখান থেকে সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি এবং কংগ্রেসের প্রার্থী বিশ্বরূপ মন্ডল ভোটে দাঁড়িয়েছেন। পাঁচ বছর আগে যখন মুনমুন সেন (Moonmoon Sen) বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন তখন রাজনৈতিক মহলের অনেকেরই মনে হয়েছিল তার পক্ষে সিপিএমের দীর্ঘদিনের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারানো হয়ত সম্ভব হবে না। কিন্তু সেই অসম্ভব কেই সম্ভব করতে পেরেছিলেন মুনমুন। এবার আসানসোলেও তাঁর জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। তবে  একই রকম আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাঁকে।  তিনি নিজেই বলেছেন আট বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারাতে পেরেছেন তাই কোনও লড়াই-ই তাঁর কাছে  কঠিন নয়।  

মুনমুন রাজনীতিতে আসেন প্রার্থী হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মুনমুনকে প্রার্থী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক মহলকেই অবাক করে দিয়েছেন তা নয়। অভিনেত্রী নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। সে কথা তাঁর থেকেই শোনা গিয়েছে। আর বাসুদেবকে হারিয়ে দলকেও চমকে দিয়েছেন মুনমুন। এবারও মুনমুনের  থেকে চমক আশা করছে তৃণমূল।

ইমরান তো আমার বন্ধু, প্রয়োজন পড়লে ওর সঙ্গে কথা বলব না কেন: মুনমুন সেন

Advertisement

মমতা প্রায় প্রতিটি নির্বাচনী জনসভায় বলেছেন রাজ্যের ৪২টি আসনই তাঁর  চাই। আর তাই বিজেপির দখলে থাকা এই আসনেও জিততে চাইছেন মুখ্যমন্ত্রী। ভোট ঘোষণা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। তাতে দেখা যায় মুনমুনের কেন্দ্র বদল হয়েছে। একটি সূত্র বলছে মুনমুন আসানসোলে প্রার্থী হন, এটা স্থানীয় নেতৃত্বের অনেকেই নাকি চাননি।  সেই তালিকায় রাজ্যের মন্ত্রীও আছেন। তবে শেষমেশ তাকেই প্রার্থী করা হয়েছে। আর চ্যালেঞ্জ শিকার করে প্রচারে ঝড় তুলেছেন মুনমুনও।

মুনমুন সেনের প্রসঙ্গ এলেই তাঁর মা তথা বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের কথা উঠে আসে। বাঙালির এই ম্যাটিনি আইডল এখনও ভীষণ রকম প্রাসঙ্গিক। মুনমুন নিজেও সেটা জানেন। প্রচারে বলেছেন, মায়ের কথা মনে রেখে আমায় ভোট দিন। সেই ডাকে আসানসোলের ভোটাররা সাড়া দেবেন কিনা তা অবশ্য জানা যাবে ২৩ মে।

Advertisement

সিনেমায় আসার আগে আঁকার শখ ছিল মুনমুনের। ছোট বয়সে আঁকা শিখেছেন বিশিষ্ট চিত্রশিল্পী যামিনী রায়ের কাছ থেকে। নিজে ব্যাপারটাকে পেশা হিসেবে বেছে না নিলেও এখনও আঁকার ব্যপারে তাঁর যথেষ্ট অনুরাগ আছে। অনেকেরই মনে থাকবে প্রথমবার লোকসভায় নির্বাচিত হওয়ার পর, সংসদ ভবনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন লোকসভার অন্দরমহলে যে সমস্ত হাতে আঁকা ছবি রয়েছে তা তাঁর মন কেড়েছে। শুধু ছবি আঁকা নয় ইংরেজি সাহিত্যের প্রতি তাঁর অনুরাগও সুবিদিত। কলকাতার একটি স্কুলে কিছুদিন শিক্ষকতা করেছিলেন। তারপর মনোনিবেশ করেন সিনেমায়। বাংলা হিন্দি থেকে শুরু করে ইংরেজি মালায়লাম তেলেগু তামিল ভাষাতেও ছবি করেছেন মুনমুন। সাংসদ হওয়ার পরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য সারাদিন প্রচার করছেন। দুই মেয়ে রিয়া সেন এবং রাইমা সেনও প্রচারে মায়ের সঙ্গী হচ্ছেন। আসানসোলের এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে বেড়িয়ে মুনমুন মনে করছেন বাঁকুড়ার মতো এবার চমক দিতে পারবেন। তবে তাঁর এই আশা পূর্ণ হবে কিনা তা জানা যাবে পরের মাসের ২৩ তারিখ। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement