This Article is From May 13, 2019

বসিরাহাটে অশান্তি! ভাঙল বাবুলের নিরপত্তারক্ষীদের গাড়ি

বিজেপি প্রার্থী সায়ন্তন বসু হয়ে প্রচার করে ফেরার সময় দত্তপুকুরের কাছে তাঁর  কনভয়ে হামলা হয়।

বসিরাহাটে অশান্তি! ভাঙল বাবুলের নিরপত্তারক্ষীদের গাড়ি

টুইটারে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

হাইলাইটস

  • প্রচার করতে গিয়ে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়
  • প্রচার করে ফেরার সময় দত্তপুকুরের কাছে তাঁর কনভয়ে হামলা হয়
  • টুইটারে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি
উত্তর ২৪ পরগনা:

লোকসভা  নির্বাচনের ষষ্ঠ দফা ভোটের দিনই বসিরহাটে প্রচার করতে গিয়ে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul  Supriyo) । তাঁর অভিযোগ বসিরহাটের (Basirhat loksabha Constituency) বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর হয়ে প্রচার করে ফেরার সময় দত্তপুকুরের কাছে তাঁর  কনভয়ে হামলা হয়। নিরাপত্তারক্ষীদের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি করেন বাবুল। টুইটারে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসার রাজনীতি করছেন। আগুন নিয়ে খেলছেন। সেই কারণেই বিজেপি কর্মীদের ওপর আক্রমণ নেমে আসছে বলে দাবি করেন মোদী মন্ত্রিসভার এই সদস্য। 

ভোটের মধ্যেই ঐক্যে ফাটল, বিরোধী বৈঠকে গড়হাজির হতে পারেন মায়া, মমতা

তিনি জানান,  প্রচার সেরে ফিরতে দেরি হয়ে যাওয়ায় হেলিকপ্টার ধরতে পারেননি। তাই নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন দত্তপুকুরের কাছে এক জায়গায় চা খেতে নামেন। সে সময় কয়েকজন লোক সেখানে জড়ো হয়ে যায়। বাবুলের দাবি তারা সকলেই তৃণমূল কর্মী। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ানদের গাড়িতে হামলা হয়। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করেও ইট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। তবে সেগুলি লক্ষ্যচ্যুত হয়। ভিডিওতে বাবুলের আরও দাবি পরিস্থিতি বড় আকার ধারণ করা সত্ত্বেও গোলমাল যাতে না বাড়ে তার জন্যই নিজের নিরাপত্তা রক্ষীদের শান্ত থাকতে অনুরোধ করেন তিনি।

হতাশা থেকেই ভারতী ঘোষকে আক্রমণ করেছে তৃণমূল দাবি বিজেপির

এদিকে ইতিমধ্যে  ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে জানিয়েছে বিজেপি। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনারপুলিশ সুপাররেও অপসারণের দাবি তুলেছে গেরুয়া শিবির।

.