This Article is From Apr 15, 2019

আদবানীকে কোনও চিঠি লেখেননি দাবি যোশীর, কমিশনে অভিযোগ দায়ের

তাঁর নাম করে যে চিঠি ছড়িয়ে পড়েছে  তা তিনি লেখেননি। এমনই দাবি বিজেপির প্রবীণ নেতা  মুরলী মনোহর যোশীর।

আদবানীকে কোনও চিঠি লেখেননি দাবি যোশীর, কমিশনে অভিযোগ দায়ের

হাইলাইটস

  • আদবানীকে কোনও চিঠি লেখেননি দাবি যোশীর, কমিশনে অভিযোগ দায়ের
  • হোয়াটস অ্যাপ থেকে শুরু করে টুইটারে একটি চিঠি ছড়িয়ে পড়তে থাকে
  • আদবানী এবং যোশী দুজনেই বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য

তাঁর নাম করে যে চিঠি ছড়িয়ে পড়েছে  তা তিনি লেখেননি। এমনই দাবি বিজেপির প্রবীণ নেতা  মুরলী মনোহর যোশীর (Murli Monohor joshi) । দিন কয়েক আগে বিজেপির আরেক প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানীকে (L K Advani)  তিনি একটি চিঠি লিখেছেন বলে  শোনা যায়। সেই চিঠিতে তিনি নাকি বলেছেন বিজেপি এই নির্বাচনে (Lok Sabha Elections 2019) ১২০ টির বেশি আসন পাবে না। কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে তাঁর দাবি এমন কোনও চিঠি তিনি লেখেননি। কয়েক দিন আগে একটি  হোয়াটস অ্যাপ  থেকে শুরু করে  টুইটারে একটি  চিঠি ছড়িয়ে পড়তে থাকে। দেখে  মনে হচ্ছিল সেটি যোশীর সরকারি প্যাড থেকে লেখা  হয়েছে আর তাতে এএনআই কথাটিও লেখাছিল।

এদিকে ওই চিঠিতে বলা হয়েছে  এখন যদি মুরলী মনোহর যোশী এবং আদবানী চুপ করে বসে থাকেন তাহলে দেশের মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা হবে। তাই যোশী এই চিঠি লিখছেন। ফোনে কথাও বলা যেতে পারত। কিন্তু চিঠি লিখলে ইতিহাস সেটা মনে  রাখবে।   

 তাতে আরও লেখা ছিল তাঁকে (যোশী ) এসপি এবং বিএসপি নির্বাচনে লড়ার কথা বলেছে। কিন্তু তিনি নিজের ‘বাড়ি' ছেড়ে অন্য কোথাও যেতে চান না। যদিও ‘পরিবারের সদস্যরাই তাঁদের ঘর থেকে বের করে দিয়েছ।'   

আদবানী এবং যোশী দুজনেই বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য। দুজনেই কেন্দ্রীয়  মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আদবানী উপ প্রধানমন্ত্রীর পদও সামলেছেন। এবার এই দুজনকে দলের তরফে বলা হয় তাঁদের নির্বাচনে লড়ার দরকার নেই। এরপর দুজনকে নিয়েই নানা রকম কথা  হতে  থাকে। শোনা  যায় ঘোনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। আবার কানপুরের সাংসদ মুরলী মনোহর যোশী নিজের এলাকার ভোটারদের জানিয়েছেন তাঁকে দল থেকে ভোটে লড়তে বারণ করা হয়েছে।            

   

.