This Article is From Apr 23, 2019

কোন সালে প্রথম মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জিতেছিল সিপিএম?

পশ্চিমবঙ্গের মালদা দক্ষিণ লোকসভা আসন যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত নির্বাচনে জেতেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরি।

কোন সালে প্রথম মালদা দক্ষিণ লোকসভা  কেন্দ্রে জিতেছিল সিপিএম?

১৯৮০ সালে কংগ্রেসের প্রত্যাবর্তন হয়।

হাইলাইটস

  • পশ্চিমবঙ্গের মালদা দক্ষিণ লোকসভা আসন যথেষ্ট গুরুত্বপূর্ণ
  • গত নির্বাচনে জেতেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরি
  • বিজেপি প্রার্থী ছিলেন, দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে ছিল সিপিএম
কলকাতা:

পশ্চিমবঙ্গের মালদা দক্ষিণ লোকসভা আসন যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত নির্বাচনে জেতেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরি। তিনি  জয়ী হয়েছিলেন ৩ লাখ ৮০ হাজারেরও বেশি ভোটে।  বিজেপি প্রার্থী ছিলেন,  দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে ছিল সিপিএম। ২০০৯ সালে এই লোকসভা এলাকায় দুই ভাগে বিভক্ত হয়।  তার আগে ১৯৫১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এখানে জিতেছিল কংগ্রেসের। ১৯৭৭ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে সিপিএম জেতে। সেবারই প্রথম জিতেছল বামেরা। পরের বার ১৯৮০ সালে কংগ্রেসের প্রত্যাবর্তন হয়। এর পরে আসন বিভাজনের পর ২০০৪ সালে আবার জিতে রাজনৈতিক কতৃত্ব গড়ে তোলে কংগ্রেস। পরের বছর উপনির্বাচনেও এখানে কংগ্রেসের জয় হয়। জেতেন  আবু হাসেম খান চৌধুরী জেতেন।

দেশের চৌকিদার হতেই বিজেপিকে বেছে নিলাম: জাভেদ হাবিব

কংগ্রেসের টিকিটে থেকে জয়ী আবু হাসেমের সাংসদ উপস্থিতি প্রায় ৭৪ শতাংশ। পাশাপাশি তিনি ২টি বিতর্কে অংশও নিয়েছেন। এই লোকসভা কেন্দ্রের অধীনে  ইংরেজবাজার, সুজাপুর, ফারাক্কা, মানিকচক, রামসেরগঞ্জ, বৈষ্ণবনগর, মোটাবাডি– এই সাতটি বিধানসভা কেন্দ্র আছে।

.