Lok Sabh Elections 2019:প্রচারের সময় একাধিকবার প্রিয়াঙ্কা বলেছেন, ‘বারাণরা নরেন্দ্র মোদীর অবহেলার শিকার।
হাইলাইটস
- এবার নির্বাচনে লড়তে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে
- কংগ্রেসের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে ৫০ শতাংশ সুযোগ আছে
- সোমবার সমাজবাদী পার্টি বারাণসী কেন্দ্র থেকে শালিনী যাদবকে প্রার্থী করেছে
নিউ দিল্লি: আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে হাতে খড়ি হয়েছে আগেই এবার নির্বাচনে লড়তে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে ( Priyanka Gandhi)। কংগ্রেসের এই সাধারণ সম্পাদককে বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi ) বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে বলে কংগ্রেস সূত্রে খবর। এ ব্যাপারে দলের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে। কংগ্রেসের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে ৫০ শতাংশ সুযোগ আছে। এর আগে সোমবার সমাজবাদী পার্টি বারাণসী কেন্দ্র থেকে শালিনী যাদবকে প্রার্থী করেছে। আর এখানেই প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার বিষয়টি আটকে রয়েছে। শেষ পর্যন্ত সপা প্রধান অখিলেশ যাদব এবং তাঁর জোট সঙ্গী বিএসপি নেত্রী মায়াবতী নিজেদের প্রার্থী প্রত্যাহার করে আসনটি কংগ্রেসকে ছাড়বেন কিনা তা স্পষ্ট নয়।
মমতা দিদি এখনও বছরে দু-একটা পাঞ্জাবি আর মিষ্টি পাঠান: অক্ষয় কুমারকে বললেন মোদী
প্রিয়াঙ্কা নিজেই বলেছেন, ‘দল বললে তিনি বারানসি থেকে প্রার্থী হবেন।' শুধু প্রিয়াঙ্কা নন দাদা রাহুলও বোনের প্রার্থী হওয়া নিয়ে বড়োসড়ো ইঙ্গিত দিয়েছেন। গত জানুয়ারি মাসে রাজনীতিতে সক্রিয় ভাবে যোগ দেন প্রিয়াঙ্কা। দলের সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব দেওয়া পান তিনি। দেশের সবচেয়ে বড় রাজ্যের একটি বড় অংশে কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব রয়েছে প্রিয়াঙ্কার উপর। তারপর থেকেই সংগঠন বিস্তারের কাজ করছেন তিনি। নানা কেন্দ্রের প্রার্থীও ঠিক করছেন। আর এই বারাণসী কেন্দ্রটিও পূর্ব উত্তরপ্রদেশের মধ্যেই পড়ে। শুধু তাই নয় গত মাসে গঙ্গাবক্ষে নৌকা যাত্রা করেন প্রিয়াঙ্কা। সেটিও শেষ হয়েছিল এই বারাণসীতে। এবারও এখান থেকেই প্রতিদ্বন্দিতা করছে প্রধানমন্ত্রী মোদী। প্রথমে শোনা গিয়েছিল মা সোনিয়া গান্ধীর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা। কিন্তু পরে ইউপিএ চেয়ারপার্সনের নামই প্রার্থী হিসেবে ঘোষিত হয়।
বিভিন্ন জায়গায় প্রচারের সময় একাধিকবার প্রিয়াঙ্কা বলেছেন, ‘বারাণরা নরেন্দ্র মোদীর অবহেলার শিকার। আমি শুনে অবাক হয়েছি গত পাঁচ বছরে বারাণসীর কোনও একটি গ্রামে যাওয়ার সময় হয়নি প্রধানমন্ত্রীর। গত সপ্তাহে দাদা রাহুল বোনের প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য করেছিলেন। দ্য হিন্দুকে সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আপাতত বিষয়টি রহস্যেই মোড়া থাক।
শেষমেষ যদি প্রিয়াঙ্কার নাম প্রার্থী হিসেবে ঘোষিত হয় তাহলে তা নির্বাচনে অবশ্যই বড় চমক হতে চলেছে।
গতবার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের অজয় রাই। তিনি তৃতীয় স্থানে নির্বাচন শেষ করেন। দ্বিতীয় স্থানে ছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার বারাণসীতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ এপ্রিল এখানে ভোট হবে শেষ দফায় মানে ১৯ মে।