হাইলাইটস
- হুড খোলা গাড়িতে চড়ে মনোনয়ন জমা দিতে যান অনুপম
- পাশে ছিলেন WWE- র প্রাক্তন চ্যাম্পিয়ন দ্য গ্রেট খালি
- খালি বলেন মানুষের সমস্যার বোঝার ক্ষমতা অনুপমের আছে
কলকাতা: কলকাতায় এলেন দ্য গ্রেট খালি (The Great Khali) । পূর্ব ঘোষণা মতোই যাদবপুর লোকসভা (Jadavpur Lok Sabha Constituency) কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার (Anupam Hazra) হয়ে প্রচার করলেন তিনি। তাঁকে পাশে নিয়েই হুড খোলা গাড়িতে চড়ে মনোনয়ন জমা দিতে যান অনুপম। নিজের ফেসবুকে আগেই খালির আসার কথা জানিয়েছেন তিনি। গতকাল রাতেই শহরে চলে আসেন খালি। অনুপমও তাঁর সঙ্গে ছিলেন। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এরপর আজ সকালে মনোনয়ন জমা দিতে যান অনুপম। ফেসবুকে লাইভও করেন বিজেপি প্রার্থী। সেখানে হাজির হয়ে খালি বলেন, অনুপম আমার ভাইয়ের মতো। আজ মনোনয়ন জমা দিতে যাচ্ছে। হোয়াটস অ্যাপ এ কথা জানতে পেরেই আমি এখানে আসার সিদ্ধান্ত নিলাম। অনুপম আপনাদের অসুবিধা বুঝতে পারবেন এবং তা মিটিয়ে দিতে পারবেন আর তাই আপনারা ওঁকেই ভরসা করুন।
প্রধানমন্ত্রীর টুইটের উত্তরে কী লিখলেন টুইঙ্কেল খান্না
একটা সময় তৃণমূলে ‘কোণঠাসা' হয়ে ছিলেন অনুপম হাজরা। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। আরও পরে বিজেপিতে যোগ দেন বোলপুরের এই প্রাক্তন সাংসদ। এবার লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছেন তিনি। তবে বোলপুর থেকে সরে এসে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যের ৪২টি কেন্দ্রের মধ্যে যাদবপুর সবসময় আলাদা গুরুত্বের দাবি রাখে। অতীতে বহু বিশিষ্ট মানুষ লোকসভায় এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। এবারও এখানে লড়াইটা একেবারে সমানে সমানে। তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী, সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য সঙ্গে লড়তে হচ্ছে অনুপমকে। আর তাই প্রচারের শুরু থেকেই নানা রকম চকম দিচ্ছেন অনুপম। পিছিয়ে নেই অন্য দলগুলিও। তারাপ প্রচারে ঝড় তুলছে।
সাম্প্রতিক অতীতে WWE- তে খালি সবচেয়ে সফল ভারতীয়। দীর্ঘদিন WWE এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চ্যাম্পিয়নও হয়েছেন। এহেন খালিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন অনুপম।
ভোট পর্ব যত এগোচ্ছে ততই তা রঙিন হয়ে উঠছে। যেদিন কলকাতায় খালি প্রচার করছেন সেদিনই মহা সমারোহে বারাণসীতে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রীও।
(সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য সংযোজিত হয়েছে )