কলকাতা: বুধবার পশ্চিমবঙ্গে তিনখানা নির্বাচনী সভা করার কথা ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তিনটির মধ্যে খাস কলকাতার বুকে হতে চলা একটি নির্বাচনী সমাবেশ বাতিল করে দেওয়া হয়েছে। বিজেপির দাবি দুষ্কৃতীরা সমাবেশের মঞ্চটি ভেঙ্গে দেয় এবং ডেকোরেটরকেও মারধর করে।
শাহের সভায় হিংসার ঘটনার পরেই তৃণমূল নেতাদের প্রোফাইল পিকচার বদল
বিজেপির নেতৃত্বাধীন সূত্র জানায়, “ফুলবাগানে বিটি রোডের জনসভা আমাদের বাতিল হয়ে গিয়েছে, কারণ ওখানে যে মঞ্চে যোগী বক্তব্য রাখবেন কথা ছিল তা ভেঙে দেওয়া হয়েছে পর্যায় ভেঙ্গে গেছে এবং যারা মঞ্চ বানানোর দায়িত্বে ছিলেন তাঁদের পেটানো হয়েছে।”
১৯ মে তারিখে লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ রয়েছে এই রাজ্যেও। শেষ ভোটের ঠিক আগে উত্তর ২৪ টি পরগনা জেলার হাবরা, উত্তর কলকাতার ফুলবাগান গেট এবং দক্ষিণ কলকাতার বেহালায় তিনটি সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি। তিনটে সভাতেই হাজির থাকার কথা ছিল যোগী আদিত্যনাথের।
মমতার প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি
সূত্রের খবর, হাবরা ও বেহালার দুটি বৈঠক সময়সূচী মেনেই চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল এই রাজ্যে বিজেপির সভাপতি অমিত শাহ রোড শো করেন, যাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় কলেজস্ট্রিট চত্বরে।