প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মুলায়াম সিং-এর আশীর্বাদ পেয়ে ধন্য
হাইলাইটস
- “মুলায়ম সিংজী আশীর্বাদ করেছেন,আমি তাঁর কাছে কৃতজ্ঞ” : প্রধানমন্ত্রী
- রাহুল গান্ধী বলেন, “মুলায়ম সিং-এর মতামতকে তিনি সম্মান করেন
- মুলায়মের সমর্থকরা বলছেন, মন্তব্যটি ব্যাঙ্গের
নিউ দিল্লি: ভোটের আগে লোকসভা অধিবেশনের শেষ দিনে বিরোধী বেঞ্চকে হতবাক করে দিয়ে সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব বললেন, নরেন্দ্র মোদী যাতে আবার প্রধানমন্ত্রী হতে পারেন, তার জন্য “প্রার্থনা” করেছেন তিনি।
মুলায়ম সিং যাদবের এই মন্তব্যকে সৌজন্য বলে আখ্যা দিলেও চিন্তার ভাঁজ ফেলেছে কপালে। বুধবার লোকসভায় মুলায়ম সিং যাদব বলেন, “সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য আমি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি।আমি আশা করব, সব সদস্যরাই ফিরে আসবেন, এবং আপনি আবার প্রধানমন্ত্রী হবেন”। সঙ্গে সঙ্গে তাঁর পাশেই বসে থাকা সনিয়া গান্ধীর দিকে ক্যামেরা ঘুরে গেলে তাঁকে হতবাক হতে দেখা যায়, অন্যদিকে, মৃদু হাসি এবং জোরে টেবিল চাপড়াতে থাকেন প্রধানমন্ত্রী মোদী।
দ্বিতীয় ইউপিএ সরকারের চেয়ে বিজেপির আমলে লোকসভায় বেশি কাজ হয়েছে
পরে নিজের বক্তব্যে মুলায়ম সিং কে সম্মান জানান নরেন্দ্র মোদী।তিনি বলেন, “অনেক কিছু করার আছে। এবং মুলায়াম সিং জী আমাকে আশীর্বাদ করেছেন। আমি তাঁর কাছে খুবই কৃতজ্ঞ”।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হলে অসন্তুষ্ট হয়েছেন বলে মন্তব্য করে তিনি বলেন, “রাজনীতিতে মুলায়ম সিং জীর ভুমিকা আছে, আমি তাঁর মতামতকে সম্মান জানাই”।
কেউ কেউ মন্তব্যটিকে গুরুতরভাবেই নিয়েছেন,২০১৪ সালে মনমোহন সিং এর সময়েও একই কাজ করেছিলেন মুলায়ম সিং যাদব।
“আমরা মনে রাখব”, সনিয়া গান্ধীকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে হারাতে মহাজোটের কারিগর অখিলেশ যাদবকে খুশি করতে পারে নি মুলায়মের এই মন্তব্য।
২০১৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ব্যাপক ফল করেছিল বিজেপি, এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিতে মায়াবতীর সঙ্গে জোট করেছেন অখিলেশ যাদব।এ বিষয়ে নীরব থেকেছেন মুলায়ম সিং যাদব।