Lok sabha Election: মমতা ব্যানার্জি
আজ আবার প্রধানমন্ত্রী (PM Modi) এবং মুখ্যমন্ত্রীর দ্বৈরথ (Dual)। উত্তরবঙ্গের তিনটি জায়গা থেকে নির্বাচনী (Lok Sabha Elections 2019) সভা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্য শেষ করার পরে মমতা ব্যানার্জি নিজের বক্তব্য পেশ করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন একে অপরকে আক্রমণ শানাবেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে মোদী- মমতার দ্বৈরথ দেখেছিল রাজ্য। তারপর আবারও একই দিনে সভা করে নিজেদের বক্তব্য তুলে ধরবেন দুজন। এর আগে বুধবার শিলিগুড়ি এবং কলকাতায় সভা করেন প্রধানমন্ত্রী। সেদিন কোচবিহারের দিনহাটায় মমতার সভা ছিল। কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের মানুষদের কাছে পৌঁছতে দিচ্ছেন না এমন অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে স্পিড ব্রেকার দিদি (Speed Breaker ) বলে কটাক্ষ করেন মোদী। পাল্টা মমতা বলেন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর মেয়াদ ফুরিয়ে গিয়েছে (Expiry PM) । এই আক্রমণ এবং পাল্টা আক্রমণের রেশ বজায় রেখেই আজ আবার একই দিনে দুজনের সভা হচ্ছে।
স্বভাবসিদ্ধ ঢঙে স্তোত্রপাঠ দিয়ে ময়নাগুড়ির সভা শেষ করেন মমতা
মোদীবাবু হারাতঙ্কে ভুগছেন। আর বলছেন, দিদি ভয় পাচ্ছে।
মোদীবাবু আপনার সময় শেষ, আপনি শুধু মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারুন
বাংলা দিল্লিতে সরকার গড়বে, তাই ৪২ টি আসন চাই
আমাদের প্রধানমন্ত্রী খুব মিথ্যা কথা বলেন
অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি এমন বাজে কথা বলা প্রধানমন্ত্রী দেখিনি। এত নিম্নমানের কথা প্রধানমন্ত্রী বলে না।
বাংলায় এত কুৎসা কেন, কিলো কিলো কুৎসা ছড়াচ্ছে।
আগে ছিল চায়েওয়ালা এখন হয়েছে চৌকিদার। কিন্তু চৌকিদাররা মাইনে পায় না।
প্রধানমন্ত্রীকে মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।
দুজন অফিসারকে সরিয়ে ভোট জিততে পারববেন না। সব অফিসারই আমাদের অফিসার। অত সস্তা না। কাল আপনি ক্ষমতায় না থাকলে লোকে আপনাকে ছুঁড়ে ফেলে দেবেন।
সারদা- নারদার অভিযুক্তদেড় পাশে নিয়ে মিটিং করছেন আর বলছেন তৃণমূল সারদা করেছে। আপনি সারদার নায়ক, গদ্দারকে নিয়ে মিটিং করছে। আপনি সবচেয়ে বড় গদ্দারকে নিয়ে মিটিং করছেন।
টাকা দিয়ে মিছিলে লোক নিয়ে যাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার।
এটা বিধানসভা নির্বাচন নয়, এটা মোদীবাবুর নির্বাচন। কী করেছেন জবাব দিন। আমারা বিধানসভা নির্বাচনে জবাব দেব কী করেছি।
তরাইতে দাঙ্গা লাগিয়েছিল জন বার্লা তাঁকেই প্রার্থী করেছে বিজেপি।
জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ নিয়ে নাটক করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র একটাকাও দেয়নি। আমরা করেছি। উনি এমন উদ্বোধন করেছেন যে আবার করতে হল।
প্রাকৃতিক আবহাওয়া খারাপ বলে নির্ধারিত সময়ের আগেই ময়নাগুড়ির সভা শুরু হল।