This Article is From May 19, 2019

শেষ দফার ভোটে নজরে আছেন এই দশ জন প্রার্থীর

Lok Sabha Election 2019 Phase 7: প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা ভোট পর্বের সমাপ্তি হচ্ছে আজ। দেশের ৫৯ টি লোকসভা কেন্দ্রে লড়াই হচ্ছে ন’শোর বেশি প্রার্থীর মধ্যে।

শেষ দফার ভোটে নজরে আছেন এই দশ জন প্রার্থীর

Lok Sabha Election Phase 7: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তালিকাটা বেশ দীর্ঘ।

নিউ দিল্লি:
  1.  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীঃ বারাণসী কেন্দ্র  থেকে এবারও প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী। গতবার তাঁর বিরুদ্ধে লড়াই করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেসের অজয় রাই। এবারও অজয় ভোটের ময়দানে তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।

  2. শত্রুঘ্ন সিনহা পাটনা সাহিব: বিহারের পাটনা সাহেব কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শত্রুঘ্ন। বড় পর্দার বিশ্বনাথ এতদিন ছিলেন গেরুয়া শিবিরে। এবার দল পরিবর্তন করে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিজেপির দীর্ঘদিনের নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্করর প্রসাদ।  দলবদলের পরেও নিজের জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী শত্রুঘ্ন।তিনি জানিয়েছেন গত দুবার আমি বিরাট ভোটে জিতেছি। বিহারের অন্য কোন প্রার্থী এত ব্যবধানে জিততে  পারেননি। এটা মানুষের ভালোবাসার ফল। আমি এবারও মানুষের ভালোবাসা পাব।  

  3. সুখবির সিং বাদল, ফিরোজপুরঃ পাঞ্জাবের ফিরোজপুর আসন থেকে উঠছেন শিরোমণি অকালি দলের এই প্রার্থী। তাঁর বিরুদ্ধে আছেন কংগ্রেসের শের সিং। আগে জালালাবাদ থেকে নির্বাচিত হয়েছেন সুখবীর।
  4. মণিশ তিওয়ারি আনন্দপুর সাহিবঃ পাঞ্জাবের আনন্দপুর সাহিব থেকে লড়ছেন কংগ্রেস প্রার্থী মনিশ তিওয়ারি। জাতীয় রাজনীতিতে কংগ্রেস মুখপাত্র হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। শোনা গিয়েছে এবার চন্ডীগড় থেকে লোকসভা নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। আগে চন্ডীগড়  থেকে জিতেই সংসদে গিয়েছেন তিনি। তবে শেষমেশ  আনন্দপুর সাহিব থেকেই তাকে প্রার্থী করেছে কংগ্রেস।

  5. কিরণ খের চন্ডিগড়ঃ ২০০৯ এবং ২০১৪ সালে এই কেন্দ্রশাসিত অঞ্চল থেকে জিতে সংসদে প্রতিনিধিত্ব করেছেন কিরণ খের। এবার তাঁকেই প্রার্থী বেছে নিয়েছে দল। তবে দলের অন্দরে তাঁর প্রার্থী পদনিয়ে বেশ কিছুটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। শেষমেষ পরিস্থিতি সামাল দেওয়া  গিয়েছে বলে খবর।
  6. অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও ডায়মন্ড হারবার থেকে জিতে সংসদে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি অভিযোগ করেন স্ত্রী কে বিরক্ত করছে কেন্দ্রীয় সরকার।

  7. সানি দেওল গুরুদাসপুরঃ পাঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সানি। দীর্ঘদিন বলিউডের ছবিতে দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর রিলের  ইমেজকে বাস্তবে কাজে লাগাতে চাইছে বিজেপি।
     
  8. মিশা ভারতী পাটলিপুত্র: পাটলিপুত্র আসন থেকে বিরোধী জোটের প্রার্থী হচ্ছেন ভারতী। তিনি আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের মেয়ে।

  9.  রবিশঙ্কর প্রসাদ পাটনা  সাহিবঃ  মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ। তাঁর বিপক্ষে আছেন কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। 

  10.  রবি কিষণ গোরক্ষপুরঃ উত্তরপ্রদেশের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই গোরক্ষপুর।  দীর্ঘ সময় এখান থেকেই জিতে লোকসভায় যেতেন যোগী আদিত্যনাথ। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি  সাংসদ পদ ছেড়ে দেন।  সেই উপ নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়। বলা যেতে পারে এই আসনে বিজেপির ফল খারাপ হওয়াতে উৎসাহিত হয়ে ছিল বিরোধী শিবির এবং এরপর আরো কয়েকটি লোকসভার উপনির্বাচন এবং শেষমেষ এখন জোট করছেন অখিলেশ যাদব এবং  মায়াবতী।  

.