This Article is From May 23, 2019

পরাজিত হওয়া মানেই হেরে যাওয়া নয়: মমতা, জয়ীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

Lok Sabha Election Results 2019: টুইট করে তিনি বলেন, যারা জিতেছেন তাঁদের অভিনন্দন জানাই। আমাদের ফলাফল কী  হল তা আমরা খতিয়ে দেখব। 

পরাজিত হওয়া মানেই হেরে যাওয়া নয়: মমতা, জয়ীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

Lok Sabha Election Results 2019: জয়ীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা:

জয়ীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bannerjee) ।           

  টুইট করে তিনি বলেন, যারা জিতেছেন তাঁদের অভিনন্দন জানাই। আমাদের ফলাফল কী  হল তা আমরা খতিয়ে দেখব। মুখ্যমন্ত্রী বলেন গণনা  প্রক্রিয়া এখনও বাকি আছে।  ইভিএমের (Electronic Voting Machine) সঙ্গে ভিভিপ্যাট  মিলিয়ে দেখার কাজও বাকি আছে। সেটা হয়ে গেলে  ফল নিয়ে আলোচনা করতে হবে। বলার অপেক্ষা রাখে না এই ফল তৃণমূলকে চাপে  ফেলবে। এমতাবস্থায় রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে তৃণমূল সুপ্রিমো কী করেন সেটাই দেখার।

.