নিউ দিল্লি: লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের পর প্রধানমন্ত্রী বলেন, “আবারও জিতল ভারত”। এগিয়ে থাকার প্রবণতা বলছে, ২৯৪ আসন পাবে বিজেপি, ২০১৪ লোকসভা নির্বাচনের থেকেও এবার আসন সংখ্যা বেশী। লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের পর প্রধানমন্ত্রী বলেন, “আবারও জিতল ভারত”। এগিয়ে থাকার প্রবণতা বলছে, ২৯৪ আসন পাবে বিজেপি, ২০১৪ লোকসভা নির্বাচনের থেকেও এবার আসন সংখ্যা বেশী। প্রধানমন্ত্রী ট্যুইট করেন, “একসঙ্গে আমরা বাড়ছি। আমাদের একসঙ্গে শ্রীবৃদ্ধি হচ্ছে।আমরা একসঙ্গে মজবুত ভারত তৈরি করব।আবারও ভারতের জয়”!# VijayiBharat
৩৪৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।এগিয়ে থাকার প্রবণতায় দেখা যাচ্ছে, ৯১ আসনে এগিয়ে কংগ্রেস নেতত্বাধীন ইউপিএ।২০১৪ লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন।সেবারই প্রথম, তিন দশকে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।
বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তাঁর প্রতি মানুষের আস্থার জয়।