This Article is From May 17, 2019

’৯৮ এর জোটের পরে রাজ্যে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূলই; সীতারাম ইয়েচুরি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের সঙ্গে লড়তে গিয়ে বামপন্থী দলগুলি তাঁদের ভোটের অংশ বিজেপিকে পাইয়ে দিচ্ছে

’৯৮ এর জোটের পরে রাজ্যে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূলই; সীতারাম ইয়েচুরি
কলকাতা:

সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দাবি করেছেন বিজেপিকে এই রাজ্যে পা রাখতে সাহায্য করছে তৃণমূলই। এখানেই শেষ নয়, এই লোকসভা নির্বাচনে বামেরা যে ‘বিস্ময়কর ফল করতে চলেছে তাও একপ্রকার নিশ্চিত করেই জানিয়েছেন তিনি। ইয়েচুরি বলেন, তৃণমূল কংগ্রেসই বিজেপি-আরএসএসকে এই রাজ্যে নিজেদের স্থান খুঁজে নিতে সহায়তা করেছে।

তিনি বলেন, “এটা একেবারেই বোকা বোকা কথা যে সিপিআই (এম) কর্মীরা বিজেপিকে সাহায্য করছে। এটা বিজেপি এবং টিএমসির ছড়ানো গুজব। ওরা দেখাতে চাইছে যে, বাংলায় বিজেপি ও তৃণমূলের মধ্যে লড়াই হচ্ছে! এইটা সম্পূর্ণ ভুল।” 

পাঁচ বছরে প্রথমবার সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের সঙ্গে লড়তে গিয়ে বামপন্থী দলগুলি তাঁদের ভোটের অংশ বিজেপিকে পাইয়ে দিচ্ছে! এই প্রসঙ্গেই একটি বাংলা সংবাদ চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাত্কারে বৃহস্পতিবার বরিষ্ঠ সিপিআই (এম) নেতা ইয়েচুরি বলেন, “আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে বামপন্থীরা এবার বিস্ময়কর ফলাফল করবেই। আমাদের কাজ এবার ফুটবল কিংবদন্তী লিওনেল মেসির মতোই হবে। বিরোধীদের কাটিয়ে কাটিয়ে নিখুঁত গোল।” 

বাপুকে ‘অপমান করায়' সাধ্বীকে কোনও দিনে ক্ষমা করবেন না মোদী

তিনি আরও বলেন, বামফ্রন্ট এবার তরুণদের সমর্থন পাবেই এই নির্বাচনে! তিনি বলেন, “তৃণমূল ১৯৯৮ সালে বিজেপির সাথে জোট গঠন করেছিল। ক্ষমতায় আসার পর, বাংলায় তৃণমূল চেষ্টা করে যায় যাতে ধর্মনিরপেক্ষ শক্তি গুলি ক্রমশ রাজ্য থেকে সরে যায়, এবং রাজ্যে জাঁকিয়ে বসে বিজেপি।”

ইয়েচুরি জানান, যদি জনগণকে অবাধে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেওয়া হয় তবে এই রায় বামেদের পক্ষেই যাবে এ একপ্রকার নিশ্চিত!

.