This Article is From Apr 11, 2019

সরকারের দুটি প্রকল্প রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেয়েছে, ফেসবুকে জানালেন মমতা

এই দুটি প্রকল্প হল- উৎকর্ষ বাংলা এবং সবুজসাথী।

সরকারের দুটি প্রকল্প রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেয়েছে, ফেসবুকে জানালেন মমতা

বৃহস্পতিবার এই কথা জানালেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি প্রতীকী)

কলকাতা:

পশ্চিমবঙ্গ সরকারের দুটি প্রকল্প রাষ্ট্রপুঞ্জের অতি সম্মাননীয় ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফর্মেশন সোসাইটি পুরস্কার পেয়েছে উন্নয়নমূলক কাজের জন্য বৃহস্পতিবার এই কথা জানালেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটি প্রকল্প হল- উৎকর্ষ বাংলা এবং সবুজসাথী। ফেসবুকে একটি পোস্ট দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “আপনাদের সঙ্গে অত্যন্ত আনন্দের একটি খবর শেয়ার করতে চাই। সেটি হল, রাষ্ট্রপুঞ্জের সম্মাননীয় পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফর্মেশন সোসাইটি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, আমাদের দুই প্রকল্প সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলার জন্য। ‘উৎকর্ষ বাংলা'র মূল নীতি হল এমনভাবে পড়ুয়াদের তৈরি করা, যাতে তারা পড়াশোনা শেষ করার পরই বিভিন্ন সংস্থায় যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে পারে। আর, ‘সবুজসাথী' প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুল ও মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়েছে।

বিজেপির আমলে ভারতের স্বাধীনতা এবং সংবিধান বিপন্ন: মমতা

মমতা জানান, ১৮'টি বিভাগের জন্য ১০৬২'টি মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে সেরা হয় ‘উৎকর্ষ বাংলা'। ‘সবুজসাথী' ছিল ওই তালিকার প্রথম পাঁচেই।   



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.