This Article is From Feb 21, 2019

প্রিয়াঙ্কা গান্ধীর অনুরোধে কংগ্রেস নেতাকে বহিষ্কার করলেন রাহুল গান্ধী

প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মামলায় সেই নেতার নাম জড়িয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়াতেও কংগ্রেসকে বহু সমালোচনার মুখে পড়তে হয়।

লোকসভা নির্বাচন ২০১৯: বহিষ্কার করা হল কুমার আশিসকে।

নিউ দিল্লি:

পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার মামলায় এক কংগ্রেস নেতার নাম জড়িয়ে যাওয়ায় তাঁর দলে আসার একদিনের মধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী বঢরার টিম থেকে তাঁকে বসিয়ে দেওয়া হল। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মামলায় সেই নেতার নাম জড়িয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়াতেও কংগ্রেসকে বহু সমালোচনার মুখে পড়তে হয়। মঙ্গলবারই কুমার আশিস নামের ওই নেতাকে প্রিয়াঙ্কা গান্ধীর দলে কংগ্রেস সেক্রেটারি পদে বসানো হয়। কিন্তু, পরদিন বুধবার, দলের প্রধান রাহুল গান্ধীর নির্দেশে তাঁকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হল। ২০০৫ সালে বিহারে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় মামলায় অভিযুক্ত কুমার আশিসকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল তিনি গ্রেফতার হওয়ার পর। তিনি পুনরায় তারপর কংগ্রেসে যোগদান করেন এবং বিহারের নির্বাচন থেকে লড়াইও করেন।

কংগ্রেস সূত্রে জানানো হয়, "এই খবরটি প্রিয়াঙ্কা গান্ধীর কানে যাওয়া মাত্রই তিনি তাঁর পরিবর্ত খোঁজার কথা জানিয়ে দেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর বোনের অনুরোধ রক্ষা করে কুমার আশিসের বদলে নিয়ে আসেন শচীন নায়েককে"।

মোদীর অনুরোধে সৌদির জেলে থাকা ৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তির নির্দেশ দিলেন সলমন

বিহারের শাসকদক জনতা দল ইউনাইটেড এবং অন্যান্যরা সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের এই নতুন নিয়োগ নিয়ে প্রথম থেকেই অত্যন্ত সরব ছিল।

92g11rr8

কুমার আশিস।

"সর্বভারতীয় কংগ্রেসের পূর্ব উত্তরপ্রদেশের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীর সেক্রেটারি হিসাবে কুমার আশিসের নিয়োগ বাতিল করে দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর নামে অভিযোগটি ওঠার সঙ্গে সঙ্গেই", গত রাতে একটি বিবৃতি দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

.