সরাসরি প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল
হাইলাইটস
- চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান
- তিনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যু চান
- আগেই নিজের সরকারি নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কেজরিওয়াল
নিউ দিল্লি: লোকসভা নির্বাচনের (General Election 2019 ) ফল প্রকাশিত হওয়ার দুদিন আগে চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP Chief) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যু চান। আগেই নিজের সরকারি নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কেজরিওয়াল। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে (PM Modi) জড়িয়ে দিলেন তিনি। গত সপ্তাহে পাঞ্জাবের একটি নিউজ চ্যানেলকে আপ সুপ্রিমো বলেন, ‘প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) মতো তাঁকেও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা মেরে ফেলতে পারেন।' এ নিয়ে নানা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Elections 2019: মমতা-চন্দ্রবাবু বৈঠক, বাড়ছে জল্পনা
কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল (Union Minister Vijoy Goel) সোমবার টুইটারে বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ‘নিজের নিরাপত্তারক্ষীদের দিকে অভিযোগের আঙুল তুলে আপনি দিল্লি পুলিশের বিশ্বাসযোগ্যতাকেই বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিলেন। আপনি যদি নিজেই আপনার নিরাপত্তারক্ষী নির্বাচন করে নেন তাহলে সব দিক থেকেই ভাল হয়। কোনও রকম সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার দীর্ঘায়ু কামনা করি।' এই টুইটের জবাব দিতে গিয়ে হিন্দিতে কেজরিওয়াল লেখেন, ‘বিজয়জি বিষয়টি আমার নিরাপত্তারক্ষী সংক্রান্ত নয়। আসলে মোদীজি আমার মৃত্যু চান।'
মাধ্যমিকের ফল প্রকাশ! ফের জয়জয়কার জেলার, ৬৯৪ পেয়ে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত
নিজের নিরাপত্তা রক্ষীদের নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করায় কেজরিওয়ালের সমালোচনায় সরব হয়েছে বিজেপির দিল্লি শাখা। দলের মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর দিল্লি পুলিশকে এনিয়ে একটি চিঠিও লিখেছেন। তাতে তাঁর দাবি কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহার করা হোক। পাশাপাশি তাঁকে ক্ষমা চাইতে বলার দাবিও তোলা হয়েছে।
প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল; রাজ্যে মোট পাসের হার ৮৬.০৭ %
গত কয়েক বছরে বারবার আক্রান্ত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কখনও দিল্লির সচিবালয় ঢুকে তাঁকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। কখনও আবার প্রচার করতে গিয়ে থাপ্পড় খেয়েছেন কেজরিওয়াল। এ ধরনের আক্রমণ বারে বারে হওয়াতেই তাঁর আশঙ্কা তাঁকে মেরে ফেলার ছক কষা হয়েছে। একাধিকবার সংবাদ মাধ্যমে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ আমার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিচ্ছে। মন্ত্রিসভার সদস্য থেকে বিধায়কদের হেনস্থা করা হচ্ছে। আমার আত্মীয়দেরও বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। ' এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিলেন আপ প্রধান।