தமிழில் படிக்க Read in English
This Article is From Mar 02, 2019

লোকসভা নির্বাচনে ৬টা আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আপ, কংগ্রেসের সঙ্গে জোটে নারাজ

সপ্তম তথা শেষ আসন পশ্চিম দিল্লি থেকে এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি, দলের বয়োজ্যেষ্ঠ প্রার্থী গোপাল রাই সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। 

Advertisement
অল ইন্ডিয়া

লোকসভা নির্বাচন ২০১৯ঃ দিল্লিতে প্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি।

নিউ দিল্লি:

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে 'মহাজোটবন্ধন'-এর কোনও চিন্তাভাবনাই নেই জানিয়ে দিল দিল্লি আম আদমি পার্টির সদস্যরা।

পূর্ব দিল্লি থেকে অতিশী, দক্ষিণ দিল্লি থেকে রাঘব চাড্ডা, চাঁদনী চক থেকে পঙ্কজ গুপ্তা, উত্তর-পূর্ব দিল্লি থেকে দিলীপ পান্ডে, উত্তর-পশ্চিম দিল্লি থেকে গুগণ সিং এবং নিউ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে ব্রজেশ গোয়েলকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুনঃ সন্ত্রাসদমনে নরেন্দ্র মোদি স্বয়ং ‘নরসিংহ অবতার'! বলছেন এআইডিএমকে নেতা পানীরসেলভম

সপ্তম তথা শেষ আসন পশ্চিম দিল্লি থেকে এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি, দলের বয়োজ্যেষ্ঠ প্রার্থী গোপাল রাই সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। 

Advertisement

"শীলা দীক্ষিত জোটের প্রতি আগ্রহী ছিলেন না। রাহুল গান্ধীও জানিয়েছিলেন সম্ভব নয়। আম আদমি পার্টি জোট চেয়েছিল কিন্তু কংগ্রেস তৈরি নয়", জানিয়েছেন গোপাল রাই।

Advertisement