সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বৈঠকের মূল আলোচ্য ছিল উত্তরপ্রদেশ সংগঠন সংক্রান্ত।
হাইলাইটস
- সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের সংগঠনের কাজ সামলাবেন তিনি
- সোমবার বিদেশ থেকে ফিরে জরুরি বৈঠক করেন তিনি
- কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তুঘলক রোডের বাড়িতে এই বৈঠক হয়
কলকাতা: ঘোষণা হয়েছে আগেই। কংগ্রেসের তরফে বলা হয়েছে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করবেন প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া। কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের সংগঠনের কাজ সামলাবেন তিনি। এই ঘোষণার পর বিদেশে যান প্রিয়াঙ্কা। সেখান থেকে ফিরে সোমবার জরুরি বৈঠক করেন তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তুঘলক রোডের বাড়িতে এই বৈঠক হয়। সেখানে রাহুল ছাড়াও উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর এবং পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব পাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কে সি বেনুগোপালের মতো নেতাও উপস্থিত ছিলেন। সে রাজ্যের আরও কয়েকজন বড় নেতার সঙ্গে বৈঠক চলাকালীন-ই যোগাযোগ করা হয়।
আপাতত গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে,জানাল সুপ্রিম কোর্ট, তদন্তে সাহয্যের নির্দেশ
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বৈঠকের মূল আলোচ্য ছিল উত্তরপ্রদেশ সংগঠন সংক্রান্ত। দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপি বিরোধি জোটে কংগ্রেসকে রাখা হয়নি। সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি সম সংখ্যক আসনে লড়বে। এই জোটে থাকছে রাষ্ট্রীয় লোক দলও। এই পরিস্থিতিতে সংগঠনের কাজ কীভাবে হবে তা ঠিক করতেই এই বৈঠক হয়। জানা গিয়েছে মঙ্গলবার এ নিয়ে আরেকটি বৈঠক হবে। তাতেও অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কা। এর পাশাপাশি শনিবার সভাপতি আরেকটি বৈঠক করবেন। সেখানেও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
কয়েকদিন আগে আনুষ্ঠানিক ভাবে প্রিয়াঙ্কার নাম ঘোষিত হয়। শুধু নাম ঘোষণা নয় জানা গিয়েছে লোকসভা নির্বাচনে লড়তেও পারেন তিনি। মা সোনিয়া গান্ধীর আসন রায়বরেলী থেকে লড়তে পারেন তিনি। তবে ইতিমধ্যে বারাণসী থেকে তাঁকে ভোটে লড়ার অনুরোধ করেছেন কর্মীরা। কিন্তু দলীয় সূত্র বলছে রায়বরেলী থেকেই লড়তে পারেন তিনি।
এখন পদে এলেও দীর্ঘ দিন ধরেই নেপথ্যে থেকে রাজনীতিতে সক্রিয় থেকেছেন প্রিয়াঙ্কা। মা এবং দাদার লোকসভা কেন্দ্রে প্রচারও সেরেছেন বহুবার। ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সপার সঙ্গে জোট হয় কংগ্রেসের। সেই জোট যাতে হয় তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছিলেন তিনি। তবে সেই কৌশল কাজে আসেনি। ওই নির্বাচনে বিরাট জয় পায় বিজেপি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)