কংগ্রেসের ম্যানিফেস্টোকে একহাত নিলেন অরুণ জেটলি
হাইলাইটস
- কংগ্রেসের ম্যানিফেস্টোকে আক্রমণ করলেন অরুণ জেটলি
- তাঁর অভিযোগ, এই ম্যানিফেস্টো মাওবাদী ও জঙ্গিদের রক্ষা করবে
- যে দল এই কথাগুলি বলতে পারে, তাদের একটা ভোট নয়, বললেন জেটলি
নিউ দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা অরুণ জেটলি (Arun Jaitley) মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha election 2019) জন্য প্রকাশিত কংগ্রেসের (Congress) ম্যানিফেস্টোর কড়া সমালোচনা করলেন। তাঁর অভিযোগ, কংগ্রেসের ম্যানিফেস্টোটি ‘অত্যন্ত ভয়ঙ্কর' এবং ‘একেবারেই বাস্তবসম্মত নয়'। মঙ্গলবার সন্ধেবেলা একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, "কংগ্রেসের এই ম্যানিফেস্টো মাওবাদী ও জেহাদিদের রক্ষা করার কাজে সাহায্য করবে। শুধু তাই নয়, সন্ত্রাসবাদী ও তাদের ‘বন্ধু'দের মুখেও হাসি ফোটাবে কংগ্রেসের এই ম্যানিফেস্টো"। তিনি বলেন, "এই ম্যানিফেস্টোতে এমন এমন দাবি করা হয়েছে, যা দেশকে ভেঙে ফেলায় প্ররোচনা দেবে। সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা আর অপরাধ বলে গণ্য করা হবে না। যে দল এই কথাগুলি বলতে পারে, এই ম্যানিফেস্টো প্রকাশ করতে পারে, তাকে একটা ভোটও দেওয়া যাবে না"।
রাহুল গান্ধী নিয়ে মন্তব্যের জের, প্রকাশ কারাতকে তুমুল আক্রমণ প্রদেশ কংগ্রেসের
এর আগে, কংগ্রেস যে ম্যানিফেস্টোটি প্রকাশ করে, সেটির সম্বন্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন যে, ‘সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে'। তাঁর কথায়, এই ম্যানিফেস্টোর প্রধান পাঁচটি আইডিয়া হল, NYAY প্রকল্পের অধীনে এনে যতটা সম্ভব দারিদ্র দূর করা, কর্মসংস্থান তৈরি করা যুবদের জন্য, জিএসটি'র সংস্কার, শিক্ষার জন্য দ্বিগুণ অর্থ বরাদ্দ করা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া।
মোদীর ব্রিগেডের সভায় আট লক্ষ লোক হবে আশা বিজেপির
শুধু তাি নয়, আফস্পা-র মতো বিতর্কিত আইনের সংস্কার করার ব্যাপারেও প্রতিশ্রুতি দেয় কংগ্রেস।
ম্যানিফেস্টোতে বলা হয়, “ভারতীয় সংবিধান থেকে ১২৪এ ধারা তুলে দেওয়া নিয়েও ভাবনাচিন্তা করা হবে”।