This Article is From Apr 04, 2019

প্রচারে এসে 'হরিনাম সংকীর্তন'-এ ব্যাপক নাচ দীনেশ ত্রিবেদীর

Lok Sabha Elections 2019: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি বিধানসভার বিজয়নগর এলাকায় একটি হরিনাম অনুষ্ঠানে গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ।

প্রচারে এসে 'হরিনাম সংকীর্তন'-এ ব্যাপক নাচ দীনেশ ত্রিবেদীর

নাচের পর ঢোলও বাজান তিনি।

ব্যারাকপুর:

ভোট বড় বালাই! যে কাজ কখনও করেন না প্রার্থীরা বা সংশ্লিষ্ট প্রার্থী করতে পারেন বলেও ভাবতে পারে না মানুষ, সেই কাজই ভোট চাওয়ার জন্য করে ফেলতে হয়! ভোটের প্রচারে এসে তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী রীতিমত নেচে নেচে হরিনাম সংকীর্তন করলেন! ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি বিধানসভার বিজয়নগর এলাকায় একটি হরিনাম অনুষ্ঠানে গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। তারপরই সেখানে নাচতে আরম্ভ করেন। উপস্থিত দর্শকদের টপাটপ মোবাইল ক্যামেরা বের করে সেই মুহূর্ত ভিডিও করে রাখতে ভুল হয়নি একটুও। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্রিগেডে মোদীর সভামঞ্চে উপস্থিত থাকার পরেই দীনেশের এই নাচকে একসঙ্গে মিলিয়েই দেখছে ওয়াকিবহালমহল। শুধু নাচই নয়, ঢোলও বাজান তিনি!

শুল্ক দফতরের সামনে হাজিরা দিতে হবে অভিষেকের স্ত্রী'কে, নির্দেশ হাইকোর্টের

অর্জুন সিং কয়েক সপ্তাহ আগেই যোগ দিয়েছেন বিজেপিতে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তাঁকে টিকিট না দেওয়ার ফলেই ‘অভিমানী' অর্জুন বিজেপিতে যোগ দেন বলে জানা যায়।

ব্যারাকপুরের ২০০৯ সাল এবং ২০১৪ সালের সাংসদ দীনেশ ত্রিবেদী। তৃণমূল এবারেও তাঁকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে, ওয়াকিবহালমহলের দাবি, এবারে এই কেন্দ্রে জোর লড়াই! তাই চাপেই আছেন দীনেশ।

.